মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১২

নাচ


ছেলেটার মন নাচে। মন নাচে মেয়েটারও। প্রতিদিন একই সময়। যখন তাদের কথা হয় আর্ন্তজালে, নেটে। তারা নেচে ওঠে পৃথিবীর অপার সৌন্দর্যের ছন্দে, লয়ে, তালে। তারা অনুভব করে তাদের ভেতরের রক্ত কণিকার নাচও।
আজও তাদের কথা হবার ছিল। হচ্ছিলও। এর মাঝে হঠাৎ-ই চলে যায় বিদ্যুত, রেখে শুধু অন্ধকার। ভেঙ্গে দিয়ে মুখোমুখি বসিবার যত আয়োজন।
অন্ধকারে ছেলেটার মন খারাপ। অপোয় অপেক্ষায় তার মনের বাতিও নিভু নিভু। হঠাৎ চলে আসে বিদ্যুৎ। ছেলেটার মন নেচে ওঠে। সে নাচতে নাচতে যায়। ছেলেটা আবার জড়িয়ে যেতে চায় অন্তর্জালে। যেখানে মেয়েটা আছে। সে বসে বসে ঠিক করে মেয়েটাকে তার মন নেচের ওঠার গল্পটা জানাবে। কী কষ্টের পর তার মন কী আনন্দে নেচে ওঠল! কী ভীষণ অনুভব করছিল সে মেয়েটার শূন্যতা।
ছেলেটা অন্তর্জালে যায়। হায়! মেয়েটা নেই। 
ছেলেটার নেচে ওঠা মন চুপসে যায়। মেয়েটা একটা মেসেজ রেখে গেছে, পরে কথা হবে। নাচের ক্লাসে গেলাম। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ