শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১২

সব দোষই কি মুসলমানদের ঘাড়ে চাপবে ???

সন্ত্রাসবাদ যে কোন জায়গায়, আর অপবাদ শুধু মুসলমানদের নামে !?!?

▬ যখন আমেরিকা তেলের জন্য ১০ লাখ ইরাকীর প্রান কেড়ে নেয়ঃ তা সন্ত্রাসবাদ না !
▬ যখন সার্বরা কসোভা/বসনিয়ায় মুসলিম নারীকে ধর্ষণ করেঃ তা সন্ত্রাসবাদ না !
▬ যখন রাশিয়ানরা বোমা বিস্ফোরণ করে ১০ লাখ চেচনিয়ার নাগরিকদের হত্যা করেঃ তা সন্ত্রাসবাদ না !
▬ যখন ইহুদীরা ফিলিস্তিনিদের তাদের নিজেদের ভূমি থেকে বিতাড়িত করে দেয়ঃ তা সন্ত্রাসবাদ না !
▬ যখন আমেরিকার ড্রোণ আফগানিস্তান/পাকিস্তানে কোন পরিবারকে নিশ্চিহ্ন করে দেয়ঃ তা সন্ত্রাসবাদ না !
▬ যখন ইসরায়েল তাদের ২ জন নিখোঁজ সৈন্যের জন্য ১০০০০ সাধারন লেবানিজদের হত্যা করেঃ তা সন্ত্রাসবাদ না !

মনে হয়, "সন্ত্রাসবাদ" শব্দটি শুধুমাত্র মুসলমানদের উপর আরোপ করার জন্যই আবিষ্কার হয়েছে !! 

শুধুমাত্র একটি কথা বলতে চাই --> মুসলমানরা সন্ত্রাসী না।

▬ সন্ত্রাসীদের ভিন্ন ভিন্ন কোন ধর্মই নেই; একটাই-> "সন্ত্রাসবাদ"। ▬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ