রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১২

টাকা আদায়ে নিয়োগ হবে হিজড়া!


খেলাপি ঋণের টাকা আদায়ের জন্য গড়ে তোলা প্রশ্নবিদ্ধ রেসকিউ টিমে 'হিজড়াদের' সংযুক্ত করার জন্য কয়েকটি বেসরকারি ব্যাংক নতুন নিয়ম চালু করেছে। হিজড়া সদস্য ব্যতীত 'টাকা আদায়কারী কমিশন এজেন্ট' নিয়োগ     না দেওয়ার কথাও জানিয়ে দিয়েছেন সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কর্মকর্তারা। তাদের অভিমত হচ্ছে, হিজড়ারাই কেবল দলবদ্ধভাবে বিভিন্ন গ্রাহকের বাড়ি গিয়ে হৈচৈ-হাঙ্গামা করে বিব্রতকর অবস্থার সৃষ্টি এবং গ্রাহকদের সামাজিকভাবে পর্যুদস্ত করতে পারবে। ফলে বিপাকে পড়ে খেলাপি ঋণ গ্রাহকরা ঘরবাড়ি বিক্রি করে হলেও সুড়সুড় করে টাকা নিয়ে ব্যাংকে হাজির হতে বাধ্য হবেন। ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের অনুসন্ধানী টিমের একাধিক রিপোর্টার তথাকথিত রেসকিউ টিম পরিচালনার জন্য অনুমোদন চেয়ে সংশ্লিষ্ট ৬টি ব্যাংকে নিয়মমাফিক আবেদন করেন। ওই সুবাদেই রেসকিউ টিম তৈরির কমিশন এজেন্ট হওয়ার নিয়ম-কানুনের গোপন ফিরিস্তি জানতে পারা গেছে। বেসরকারি দুটি ব্যাংকের কর্তৃপক্ষ বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদক গ্রুপকে 'যে কোনো গ্রাহকের কাছ থেকে টাকা আদায়ের মতো প্রভাব-প্রতিপত্তি ছাড়াও প্রতি টিমে ৫ জন করে হিজড়া সদস্যকে' সম্পৃক্ত করার জন্য পরামর্শ দিয়েছেন। হিজড়াদের নাম-ঠিকানা সংযুক্ত করে আবার আবেদন করা হলেই কেবল 'কমিশন এজেন্ট' হিসেবে ব্যাংক কর্তৃপক্ষ অনুমোদন দেবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি বেসরকারি ব্যাংকের একজন উপ-মহাব্যবস্থাপক মর্যাদার কর্মকর্তা বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন, হিজড়া সদস্যরা দলবেঁধে ঋণখেলাপি গ্রাহকের বাড়ি গিয়ে পুরো পরিবারকে বিব্রতকর পরিস্থিতির মুখে ফেলতে পারে। গ্রাহকদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন না করা পর্যন্ত তারা স্বেচ্ছায় টাকা পরিশোধে আগ্রহী হয় না বলেও মন্তব্য করেন তিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ