রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১২

শহীদ দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রে ৬০টির বেশি শহীদ মিনার


মহান শহীদ দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অধ্যুষিত সিটিসমূহে ৬০টির বেশি শহীদ মিনার হচ্ছে। এগুলো কর্তৃপক্ষের অনুমতিসাপেক্ষে অস্থায়ীভিত্তিতে স্থাপন করা হবে। ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে অনুষ্ঠান শুরু হবে এবং তা মধ্যরাতে শহীদ বেদীতে ফুল প্রদানের মাধ্যমে শেষ হবে।
নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস, লংআইল্যান্ড সিটি, এস্টোরিয়া, ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড, জ্যামাইকা, ওজনপার্ক, ব্রঙ্কসের বাংলাবাজার অ্যাভিনিউ এবং ম্যানহাটানে জাতিসংঘ সদর দফতরের সামনে ও বাংলাদেশ মিশনে অস্থায়ী শহীদ মিনার তৈরি করা হবে।
জাতিসংঘ সদর দফতরের ভেতরেও একটি অনুষ্ঠান হবে ২১ ফেব্রুয়ারি দুপুরে। নিউজার্সি, ওয়াশিংটন ডিসি, ফ্লোরিডা, জর্জিয়া, লসএঞ্জেলস, বস্টন, কানেকটিকাট, পেনসিলভেনিয়া, টেক্সাস, আরিজোনা, মিশিগান, শিকাগো বিভিন্নস্থানে এ উপলক্ষে নানা কর্মসূচি নেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ