সোমবার, ২ এপ্রিল, ২০১২

আপনি ডিজিটাল বাংলাদেশের টেলিযোগাযোগ মন্ত্রী হলে কি করতেন ?

আমি ডিজিটাল বাংলাদেশের টেলিযোগাযোগ মন্ত্রী হলে, বাংলাদেশ টেলিভিশনের ট্যারেস্টারিয়াল টেলিকাস্ট ফ্রিকোয়েন্সি সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বিভিন্ন ঘন্টার স্লটে প্রাইভেট টেলিভিশনের কাছে নিলামে দিতাম।সর্বোচ্চ মূল্য দাতাদের ঐ সময়ে তাদের চ্যানেল ট্যারেস্টারিয়াল ব্রডকাস্ট করতে দিতাম।রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সরকার।সংসদ টেলিভিশনের ভিএইচএফটি অধিবেশন বাদে সারা বছর নিলামে দিতাম।কারন এতে দেশের লাভ স্যাটালাইট উৎক্ষেপনের চেয়ে বেশি।

মনে রাখবেন, এখনও দেশের ৬০-৭০% মানুষ বাংলাদেশের টেলিভিশন বলতে শুধু বিটিভিই দেখতে পায়।এছারা ভারতের ৩ টা ট্যারেস্টারিয়াল।এত পাওয়ারফুল, এক কলে ১৫ কোটি গনগণকে পাওয়া যায়, একটা ভিএইচএফ এর এই অপব্যবহার এই জাতি মূর্খ থাকার অন্যতম কারন।আর একটা ভিএইচএফ এত বছর বন্ধ থেকে সংসদ টিভি নামে ৮৫% সময় বন্ধই থাকে।আপনি জানেন একটা দেশ সাধারনত ২ টা ভিএইচএফ এর বেশি চালাত পারে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ