বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১২

যত দোষ নন্দ ঘোষ!

আজ বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মাধ্যমে প্রকাশ যে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, অবৈধ ভিওআইপির কারণে সরকার প্রতিদিন কমপক্ষে ৩০ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে অর্থাৎ প্রতিদিন ৩০ কোটি টাকা অবৈধ ভিওআইপি হচেছ আর সরকারি একটি গোয়েন্দা সংস্থার একজন পদস্থ কর্মকর্তা জানান, শুধু টেলিটকের মাধ্যমেই এখন আশি ভাগ ভিওআইপি ব্যবসা হচ্ছে! অর্থাৎ টেলিটকের প্রতিদিন অবৈধ ২৪ কোটি এবং মাসে প্রায় ৭২০ কোট টাকা আয় করছে ! তাহলে টেলিটকের অবৈধ এবং বৈধ আয় আরো বেশী নিশ্চয়ই। তবে কি টেলিটকের আয় গ্রামীনফোন এর চেয়ে বেশী ! সুত্র:link|http://investor-relations.grameenphone.com/annualreport/Agenda 3_Q3 Financial Statements_For IR.PDF|Grameen Phone Financial Report]
আর তাহলে টেলিটকের এই রুগ্ন দশা কেন? আমি এক বিশ্বস্ত ‍সুত্রের মাধ্যমে জানতে পারি যে টেলিটকের প্রতিদিনের কালেকশন নাকি ১ কোটিরই নীচে তাহলে ঐ সরকারি গোয়েন্দা সংস্থার পদস্থ কর্মকর্তা ৮০ ভাগ অবৈধ ভিওআইপি টেলিটকের মাধ্যমেই হচেছ এর তথ্য কোথায় পেল ? আসলে আমার মনে হচ্ছে এই সব তথ্যের জন্য আসল হোতা আড়ালেই থেকে যাচ্ছে আর দেশীয় একটি সরকারি প্রতিষ্ঠান ধ্বংসের পায়তারা চলছে। তাইতো যত দোষ নন্দ ঘোষের।
সুত্র: বাংলাদেশ প্রতিদিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ