দির্ঘ্য অনেক দিন থেকেই যুগান্তর সংবাদ পুরবেশ করে আসছে। কিন্তু কিছু দিন
থেকে দেখা যাচ্ছে তারা উল্টা পাল্টা সংবাদ ছাপিয়ে আসছে। এর পিছনে একটা
রহস্য উন্মোচন করা হল। তাদের অনেক দিন থেকেই পুত্রিকায় অর্থনৈতীক মন্দা
যাচ্ছে। যার ফলে তাদের পুত্রিকা তেমন একটা মানুষ নিত না। এতে করে তাদের
কিছু কর্মি নতুন নতুন মেথড আবিষ্কার করে তার কিছু নমুনা বাজারে ছেড়েচে। এখন
তাদের পত্রিকা হরদমছে ছলছে। এবার তাদের অর্থনৈতীক উন্নতি সাদিত হবে বলে
বিশেষঙ্গ দল ভাবছেন।
সংবাদটা পুরা ভূয়া। যারা বিস্বাস করবেন তারা করেন। যারা গল্প মনে করবেন তারা গল্পটা পড়ে ১০০ জনকে শুনালে আপনার মনের আশা পুরন হবে।
আমাদের দেশের গুজব ছড়ানোর একটা নমুনা।
সংবাদটা পুরা ভূয়া। যারা বিস্বাস করবেন তারা করেন। যারা গল্প মনে করবেন তারা গল্পটা পড়ে ১০০ জনকে শুনালে আপনার মনের আশা পুরন হবে।
আমাদের দেশের গুজব ছড়ানোর একটা নমুনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন