এক্সক্লুসিভ আর্টিস্ট অ্যাগ্রিমেন্ট’ চুক্তির আওতায়
বাপ্পা মজুমদার, অর্ণব, হাবিব ওয়াহিদ, বালাম ও হূদয় খান এবং ব্যান্ড
ওয়ারফেজ, দলছুট, আর্টসেল ও নেমেসিসের গান শুধুমাত্র এখন থেকে ১ বছরের জন্য
এ বি সি রেডিওই সম্প্রচার করতে পারবে !
‘এই চুক্তি সম্পাদনের ফলে কপিরাইটস কার্যালয়ে নিবন্ধন করা শিল্পী ও ব্যান্ডের গানগুলো এখন থেকে পুরো একটি বছর প্রচারের সম্পূর্ণ অধিকার পেয়েছে এবিসি রেডিও। পাশাপাশি তাঁদের নতুন অ্যালবামের গানগুলোও শ্রোতারা শুনতে পাবেন শুধু এবিসি রেডিওতে। সঙ্গে থাকবে শিল্পী ও ব্যান্ডগুলোর সঙ্গে সাক্ষাৎকার, এবিসি রেডিওর বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের অংশগ্রহণ, নতুন অ্যালবাম ও নতুন গানের প্রচারণার জন্য এবিসি রেডিওর প্রয়োজনীয় ব্যবস্থা করা। এই সময়ে আর কোনো এফএম রেডিও এই শিল্পী ও ব্যান্ডের চুক্তিভুক্ত গান প্রচার করতে পারবে না। যদি প্রচার করে, তাহলে এবিসি রেডিও ব্যবস্থা নিতে পারবে। ( প্রথম আলো ৫-৪-২০১২)
তার মানে এদের গান অন্য কোন রেডিও চ্যানেল সম্প্রচার করতে পারবে না । আর আমি মনে করি হাবিব , অর্ণব ,ওয়ারফেজ , আর্টসেলের গান ছাড়া রেডিও প্রোগ্রামগুলা তেমন জমবে না । এদিক দিয়ে এ বি সি রেডিও অনেক খানি আগায়া গেল । এবং অন্যান্য রেডিও কেও সুক্ষভাবে বাশ দিল !!!
‘এই চুক্তি সম্পাদনের ফলে কপিরাইটস কার্যালয়ে নিবন্ধন করা শিল্পী ও ব্যান্ডের গানগুলো এখন থেকে পুরো একটি বছর প্রচারের সম্পূর্ণ অধিকার পেয়েছে এবিসি রেডিও। পাশাপাশি তাঁদের নতুন অ্যালবামের গানগুলোও শ্রোতারা শুনতে পাবেন শুধু এবিসি রেডিওতে। সঙ্গে থাকবে শিল্পী ও ব্যান্ডগুলোর সঙ্গে সাক্ষাৎকার, এবিসি রেডিওর বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের অংশগ্রহণ, নতুন অ্যালবাম ও নতুন গানের প্রচারণার জন্য এবিসি রেডিওর প্রয়োজনীয় ব্যবস্থা করা। এই সময়ে আর কোনো এফএম রেডিও এই শিল্পী ও ব্যান্ডের চুক্তিভুক্ত গান প্রচার করতে পারবে না। যদি প্রচার করে, তাহলে এবিসি রেডিও ব্যবস্থা নিতে পারবে। ( প্রথম আলো ৫-৪-২০১২)
তার মানে এদের গান অন্য কোন রেডিও চ্যানেল সম্প্রচার করতে পারবে না । আর আমি মনে করি হাবিব , অর্ণব ,ওয়ারফেজ , আর্টসেলের গান ছাড়া রেডিও প্রোগ্রামগুলা তেমন জমবে না । এদিক দিয়ে এ বি সি রেডিও অনেক খানি আগায়া গেল । এবং অন্যান্য রেডিও কেও সুক্ষভাবে বাশ দিল !!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন