শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১২

ভারতে ইসরাইলি দূতাবাসে বোমা হামলা : সুষ্ঠু তদন্তের আশ্বাস

ভারতে ইসরাইলি দূতাবাসে চালানো বোমা হামলার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার করা হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা। গতকাল নয়াদিল্লীতে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
এই হামলার তদন্ত সম্পর্কে ইসরাইলি কর্তৃপক্ষকে নিয়মিত অগ্রগতি সম্পর্কে জানানো হবে বলেও জানান তিনি। সোমবার ভারত এবং জর্জিয়ার তিবলিসিতে ইসরাইলি দূতাবাস কর্মকর্তাদের লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। নয়াদিল্লির দূতাবাসের সামনে একটি গাড়িতে বোমা বিস্ফোরণ হলে, একজন নারী কূটনীতিবিদের স্ত্রী ও গাড়ির চালকসহ ৪ জন আহত হয়। তবে, তিবলিসিতে হামলার জন্য পেতে রাখা বোমাটি নিস্ক্রিয় করতে পেরেছে পুলিশ। ইসরাইল এই হামলার জন্য ইরান ও ফিলিস্তিনের ইসলামপন্থী সংগঠন হামাসকে দায়ী করেছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণ বলেন, ভারত এধরনের ঘটনার তীব্র নিন্দা জানায়। আমি ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছি, যত দ্রুত সম্ভব এর সাথে জড়িতদের আটক করে বিচারের মুখোমুখি করা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ