শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১২

কতই বা বয়স তার ২,৩... খুব বেশিতে... (একটি তাজা সত্য কাহিনী)

অনেকক্ষণ ধরে তাকিয়ে আছি তার ছোট্ট নিথর দেহটির দিকে।

কোন সারা শব্দ নেয়। কি এমন অপরাধ ছিল তার? কেন এই নির্মমতা? 
খুব বেশি কষ্টতো সে আমাকে দেয়নি। তাহলে কেন আমি এতোটা নিষ্ঠুর হলাম?

সে আজ যা করল তার জন্য তো পরোক্ষ ভাবে আমিও দায়ী ! সে না হয় অবুজ কিন্তু আমি তো অবুজ নই ! আমি তো পারতাম আরেকটু সতর্ক হতে। তাহলে হইত ওকে এই পরিনিতি ভোগ করতে হতনা।

ছি ছি... এই আমি কি ভাবছি? 

কেন শুধু শুধু নিজেকে অপরাধী করছি? এই কাজের লাইসেন্স তো এই সমাজই আমাকে দিয়েছে ! তার এই কাজের সর্বউচ্ছ আর সর্বনিম্ন দুটি শাস্তিই মৃত্যুদণ্ড !
সুতরাং বয়স ২ দিন ৩ দিন কিংবা ৪ দিন যাই হক একটি মশা হিসেবে মানুষকে কামড়ানোর শাস্তি শুধুই মৃত্যুদণ্ড।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ