শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০১২

ছাত্রলীগ (!) কর্মীর দাফন অনুষ্ঠানে জামায়াত-শিবিরের ঢল


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় নিহত দুই শিবির নেতার একজনকে নিজেদের কর্মী বলে দাবি করেছিল ছাত্রলীগের চবি শাখার জ্যেষ্ঠ সহসভাপতি আবুল মনছুর শিকদার। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতিও একই দাবি করেছিল। নগরীর জিইসি মোড় সংলগ্ন বেসরকারি হাসপাতাল মেডিকেল সেন্টারে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতা আবুল মনছুর শিকদার বলেন, নিহত মো. মুজাহিদ তার সংগঠনের কর্মী। তিনি এজন্য শিবিরের শাস্তিও দাবি করেন। 

ছাত্রলীগের দাবি যে মিথ্যা ছিল তা সবাই জানেন। তারপরও আমি লক্ষ্য রাখছিলাম, ছাত্রলীগ হয়ত জানাযা অনুষ্ঠানে হাজির হয়ে মুজাহিদের লাশ নিয়ে টানাটানি শুরু করবে। কিন্তু না, জানাযা অনুষ্ঠানে ছাত্রলীগের টিকিও খুঁজে পাওয়া যায়নি। বরং সে অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারিসহ জামায়াত-বিএনপি নেতারা। 

ছাত্রলীগ নেতারাই আগামী দিনের আওয়ামী লীগ। তাই এ বয়সেই তারা মিথ্যাকে শিল্পে পরিণত করার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ নেত্রীকে খুশী রাখতে হলে মিথ্যা, সন্ত্রাস, খুন, ধর্ষন, চাঁদাবাজি, টেন্ডারবাজির বিকল্প নেই, ছাত্রলীগ নেতারা তা ভাল করেই জানে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ