শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০১২

ড্রাইভিং লাইসেন্স নবায়ন

 
 

প্রত্যেক বছরের জানুয়ারি ফেব্রুয়ারি এবং জুন-জুলাইয়ে মিরপুরের বিআরটিএ অফিসে ড্রাইভিং লাইসেন্স নবায়নার্থীদের ভীড় দেখলে বোঝা যায় ড্রাইভিং লাইসেন্সের গুরুত্ব। নিয়ম-কানুন মেনে আইন অনুযায়ী গাড়ি চালানোর জন্য প্রয়োজন হয় ড্রাইভিং লাইসেন্সের। এর মেয়াদ-উত্তীর্ণ হয়ে গেলে নতুন করে নবায়ন করে নিতে হয়। ড্রাইভিং লাইসেন্স একবার তৈরি করে নিলে সারা জীবন বৈধভাবে গাড়ি চালানো যায় না। নির্দিষ্ট সময় পর এর মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। তখন নিয়ম অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স নবায়ন করে নিতে হবে। এ জন্য প্রয়োজনীয় কিছু তথ্য-

বিআরটিএ দুই রকম ড্রাইভিং লাইসেন্স দিয়ে থাকে। প্রফেশনাল ও নন-প্রফেশনাল। প্রফেশনাল লাইসেন্স নবায়ন করতে ১০৫০ টাকা ফি জমা দিতে হবে। আর নন-প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার জন্য ১৭৫০ টাকা ফি হিসেবে জমা দিতে হবে। ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ-উত্তীর্ণ সময়ের পরিমাপের ওপর জরিমানা দিতে হবে কর্তৃপক্ষকে। এ ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ-উত্তীর্ণ সময় এক বছরের বেশি হলে ২০০ টাকা। এক বছরের কম হলে ১০০ টাকা জরিমানা দিতে হবে।

লাইসেন্স নবায়নের প্রয়োজনীয় কাগজপত্র

স্ট্যাম্প সাইজের দুই কপি রঙিন ছবি

পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি

লাইসেন্সের দুটি ফটোকপি

লাইসেন্সের লেমিনেটিং কপি

 
ব্যাংকের মাধ্যমে ফি জমা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নবায়ন

বর্তমানে ঢাকা মহানগর ও ঢাকা জেলার বাকি উপজেলার বাসিন্দাদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার জন্য ফি জমা দিতে আর ডাকঘরে যেতে হচ্ছে না। ব্যাংকের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফি জমা দেওয়া যাবে। এ বিষয়ে বিআরটিএ সূত্রে জানা যায়, ফি জমা নেওয়ার ব্যাংক হচ্ছে মিরপুরের বিআরটিএ অফিসে থাকা ব্র্যাক ব্যাংকের বুথ, সাউথইস্ট ব্যাংকের ধানমণ্ডি, সাতমসজিদ রোড, মোহাম্মদপুর, শ্যামলী, কারওয়ান বাজার, নিউ এলিফ্যান্ট রোড, কাকরাইল, মৌচাক, গুলশান, উত্তরা, বনানী, মতিঝিল (প্রধান শাখা) এবং করপোরেট যে কোনো শাখা। অবশ্য এ বছর জানুয়ারি থেকে দেশের অন্যান্য জেলা ও মহানগর এলাকার সাউথইস্ট ব্যাংক এবং ব্র্যাক ব্যাংকের যে কোনো শাখায় টাকা জমা দেওয়া যাচ্ছে। আবার ঢাকার কেরানীগঞ্জের ইকুরিয়া, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীর বিআরটিএ অফিসের ব্র্যাক ব্যাংকের বুথ চালু করা হয়েছে। সেগুলোয় কর ও ফি জমা নেওয়া হচ্ছে। ব্যাংকের শাখা ও বুথের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফি জমা দেওয়ার জন্য প্রথমবার গ্রাহককে সংশ্লিষ্ট বিআরটিএ অফিসে যোগাযোগ করতে হবে। সেখানে ফির অবস্থা জানতে হবে, তারপর টাকা জমা দিতে হবে। টাকা জমা দিতে গ্রাহকদের কোনো জমা বই পূরণ করতে হবে না। কেবল গাড়ি বা লাইসেন্সের মূল ডকুমেন্টস দেখালেই চলবে। টাকা জমা দেওয়ার পর বিআরটিএর যে কোনো অফিস থেকেই জানা যাবে তা আসলে জমা হয়েছে কি না।

নতুন লাইসেন্স নবায়ন করার জন্য সতর্কতা!! 

১. ব্যাংক কর্মকর্তা বা বিআরটিএর পরিচয়পত্রবিহীন কারও সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করলে প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে।

২.ব্যাংক বা পোস্ট অফিসে ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফি জমা দেওয়ার কাগজে ব্যাংক কর্মকর্তা বা পোস্টমাস্টার ও অপারেটর উভয়ের স্বাক্ষর ও সিল আছে কি না, কাউন্টার ত্যাগের আগে চেক করুন।

৩. ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফি জমা দেওয়ার কাগজ সংরক্ষণ করুন।

৪. আপনার মোটর ড্রাইভিং লাইসেন্স মোটরযানের রেজিস্ট্রেশন সনদ, ফিটনেস সনদ, রুট পারমিট, ট্যাক্স টোকেন ভুল কি না, তা যাচাই করুন। প্রয়োজনীয় সব কাগজের ফটোকপি করে সংরক্ষণ করুন।

৫.মোটরযানের ইঞ্জিন পরিবর্তন করতে হলে বিআরটিএর অনুমতি নিতে হবে।

ড্রাইভিং লাইসেন্সও ডিজিটাল পদ্ধতিতে

সারা দেশে পাঁচ লক্ষাধিক চালক ভুয়া লাইসেন্স তৈরি করে অবৈধভাবে গাড়ি চালাচ্ছেন। এ থেকে রক্ষা পেতেও জটিলতা এড়াতে জুন থেকে ডিজিটাল পদ্ধতি চালু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিআরটিএ ও পুলিশ রিপোর্ট অনুসারে জানা গেছে, দেশে প্রতিবছর প্রায় পাঁচ হাজার সড়ক দুর্ঘটনায় চার হাজার মানুষের প্রাণহানিসহ আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছে অসংখ্য লোক। প্রকৃতপক্ষে এ সংখ্যা আরও বেশি। সড়ক দুর্ঘটনার কারণে প্রতিবছর দেশের প্রায় পাঁচ হাজার কোটি টাকার সম্পদ বিনষ্ট হচ্ছে। জাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালনাই এর মূল কারণ বলেও জানান তিনি। এজন্য ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়াকে সহজ করতে অনুমোদিত প্রতিষ্ঠানে ড্রাইভিং প্রশিক্ষণ নেওয়ার পর পরীক্ষা নিয়ে সেখান থেকে ড্রাইভিং লাইসেন্স দেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের অধীন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলোতে মোটর ড্রাইভিং কোর্স চালু করা হবে। একই সঙ্গে এই কোর্স প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতেও চালু করা হবে। এজন্য পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার্স কোর্সের আওতায় এ বছর সাড়ে ১০ হাজার চালককে প্রশিক্ষণ দেওয়া হবে।

বছরকে ঘিরে আপনার পরিকল্পনায় যেন থাকে আপনার গাড়ির ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র নবায়নের বিষয়টিও। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ