ঢাকা শহরের প্রত্যেকটা বাস সরকারী রেট থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। যেমন এই সব বাসে সর্বনিম্ন বাস ভাড়া সরকারী রেটে হওয়ার কথা ৭ টাকা কিন্তু তারা ১০ টাকা বা ১২ টাকার নিচে কোন টিকেট ই রাখে না। আরও আছে যেমন আমি যদি ধানমন্ডি থেকে সাইন্সল্যাব যেতে চাই তাহলে আমাকে টিকেট দিবে মোহাম্মদপুর থেকে শাহবাগ পর্যন্ত ভাড়ার। এছাড়া কিছু বাস আবার রিতিমত ডাকাতি করছে যেমন মোহাম্মদপুর থেকে বনস্রী যায় তরঙ্গ বাস, এই বাসের ভাড়া আমার মনে হয় ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বেশী যেমন ধানমন্ডি ১৫ নম্বর থেকে কাকরাইলের ভাড়া ২০ টাকা যেখানে অন্যান্য বাসে ধানমন্ডি ১৫ নম্বর থেকে মতিঝিল ভাড়া ১৫ টাকা, এখন কথা হল ধানমন্ডি ১৫ নম্বর থেকে কাকরাইলের দুরত্ত বেশী নাকি মতিঝিলের দুরত্ত বেশী। এমন শত শত উদাহরন দেয়া যায়। তাই মাননীয় যোগাযোগ মন্ত্রীর দৃষ্ঠি আকর্ষন করছি, অতি সত্তর এর একটা ব্যবস্থা নিন। আপনার কথা শুনে জনগন ইমপ্রেস্ড এবার কাজ দেখে ইমপ্রেস্ড হতে চাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন