বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১২

বাংলাদেশ কী উন্নত বিশ্বের ফেলে দেয়া প্রযুক্তি ব্যবহারের স্হান ?

শিক্ষা ক্ষেত্রের কথা বলা যাক উন্নত /ক্যারেবীয়ান দেশগুলোতে আমাদের আগে communicative English চালু করেছিল ঐসব দেশে communicative English কার্যকরী কোন ফলাফল দেয়নি তাই তারা উক্ত পদ্বতি বাদ দিয়েছিল এর অনেক বছর পর বাংলাদেশে ঐ পদ্বতি চালু করেছে আবার উন্নত বিশ্বে নতুন করে আর কোন ফ্লাই ওভার তৈরী করছে না অথচ আমাদের দেশে তা করার জন্য ওঠে পরে লেগেছে আবার উন্নত বিশ্বে ইভিএম উঠে গেছে কিন্তু আমাদের দেশে তা চালু করার জন্য ওঠে পরে লেগে আছে । আসলে ওদের ফেলে দেয়া মেশিনগুলো ওরা এবং আমাদের দেশের স্বার্থবাদীরা কাজে লাগিয়ে পয়সা কামাইতে চাইছে । এদের দেশ প্রেম থাকলে এরকম করতো না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ