শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০১২

অন্য কেউ শিশুদের যৌন নির্যাতন করলে ধর্মের বিষয় আসে না তবে কেন Muslim Paedophile?



শিশুদের ও অপ্রাপ্তবয়স্ক কারো উপর কোন প্রাপ্তবয়স্কের যৌন নির্যাতন, পর্ণগ্রাফি ভিডিও নির্মাণ একটি জঘণ্য-বিকৃত, ভয়াবহ ও অমানবিক ব্যাপার। ইংরেজীতে একে Paedophile বলা হয়। এই সমস্ত বিষয় পাশ্চাত্যেই বেশী ঘটে থাকে। প্রায়ই এগুলো নির্মাণ ও ইন্টারনেটে আপলোডের জন্য ইউরোপ, আমেরিকা হতে বিভিন্ন পুরুষ, মহিলা, দম্পত্তি এবং পিতামাতা গ্রেফতারের সংবাদ পাই। এদের বেশীর ভাগই হয় খ্রীষ্টান নতুবা নাস্তিক। এই ক্ষেত্রে ধর্ম অথবা নাস্তিকতা ব্যাপার নয়। অপরাধী অপরাধীই! কিন্তু আমার তখনই খারাপ লাগে যখন কোন মুসলমান ব্যাক্তি পাশ্চাত্যে বিশেষ করে বৃটেনে এই ঘটনার জন্য দোষী হন তখন তাকে স্রেফ Paedophile না বলে বলা হয় Muslim Paedophile! একদল উগ্র বৃটিশ বর্ণবাদী গ্রুপ BNP, EDL সহ কয়েক সংগঠন এই ধরণের বর্ণ বিদ্বেষী উস্কানী মূলক শ্লোগান ও তৎপড়তায় লিপ্ত। গত সোমবার ৬ই ফেব্রুয়ারী লিভারপুল ক্রাউনকোর্টে Paedophileতে জড়িত কয়েকজন মুসলমান ব্যাক্তির বিচার চলাকালে BNP সহ কয়েকটি উগ্র-বর্ণবাদী গ্রুপ আদালতের বাইরে শ্লোগান দেয় Muslim Paedophile off our street! 

Click This Link 

তারা জঘণ্য কাজ করছে কোন সন্দেহ নেই। তাদের কৃত অপরাধের জন্য ন্যায্য শাস্তি আমিও চাই। কিন্তু তার জন্য বিশেষ ধর্মের নাম ধরে শ্লোগান দিয়ে একটি কমিউনিটিকে বদনাম করতে হবে? তাদেরই এক নেতা আমতা আমতা করে বলে যে "আমাদের লক্ষ্য স্রেফ মুসলিম পেইডোফেলি নয় অন্যান্যরাও। আমি বলব না সব মুসলিম এর সাথে জড়িত তবে তাদের ইসলাম ধর্ম ও নবী নাকি এই বিষয়ে তারা প্রভাবিত হয়(নাউজুবিল্লাহ);

Click This Link 

বর্তমান যূগে কোন ইসলামী স্কলারই বলবে না যে বিবাহ বহির্ভূত যৌনতা কোন মুসলিম পুরুষ ও মহিলার মধ্যে ধর্ম মতে বৈধ। সেখানে শিশু ও অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের ধর্ষণ প্রশ্নাতীত। আর সমকাম ও বলাৎকার কল্পনাই করা যায় না। ইসলাম সমন্ধে যথাযথ জ্ঞান না থাকলে স্রেফ তাকে বিদ্বেষী মনোভাব নিয়ে দেখলে এমন অপরিপক্ক মন্তব্য আসে। রাসুল(সাঃ) বিয়ে করেছিলেন কোন অবৈধ দৈহিক সম্পর্ক গড়েননি। লিভারপুলের ঘটনায় জড়িত এই মুসলমানরা কোন বিবাহজনিত উদ্দেশ্যে এই অপকর্ম করেনি স্রেফ দেহের বিকৃত জৈবিক চাহিদাই মূখ্য! ২০১০ সালে লাটভিয়াতে Ian Andrew Elphick নামক ৪৯ বয়স্ক এক ব্যাক্তির জেল হয় কিছু অপ্রাপ্ত বয়স্ক বালককে বলাৎকার ও পর্ণ ভিডিও নির্মাণের জন্য;

Click This Link 

গুগল সহ যে কোন সার্চ ইঞ্জিনে খুজলে অমুসলিম বৃটিশদের এই বিকৃত যৌন রুচির স্ক্যান্ডাল, গ্রেফতার ও শাস্তির খবর পাওয়া যাবে। কই তখনতো দেখিনা এদের ধর্মকে টেনে Paedophile বলতে! তাদের আরো অভিযোগ বিভিন্ন দেশের মুসলমান তরুণ ও যুবকরা অপ্রাপ্ত বয়স্ক বৃটিশ শেতাঙ্গ মেয়েদের মদ্যপান করিয়ে দৈহিক সম্পর্ক গড়ে! কিন্তু আমি নিজে বাস্তবে দেখেছি ১৪-১৭ বছর বয়সী অনেক শেতাঙ্গিনী এমন উৎশৃঙ্খল হয় তারাই বেহায়ার মত শুধু মুসলিম নয় নিজ দেশী, জামাইক্যান সহ অন্যদের কাছে গিয়ে স্রেফ এক বোতল ভদকার জন্য নিজের সম্ভ্রম বিকিয়ে দেয়। কোন মুসলিমতো দূর ৯৯% ক্ষেত্রেই অন্য কোন তরুণ বা যুবক এই অপ্রাপ্ত বয়স্ক টিনেজারদের কাছে এভাবে ধর্ণা দেয় না। ঐ টিনেজার মেয়েরাই বেশীর ভাগ ক্ষেত্রে দায়ী। এই দেশে যদিও আইন আছে প্রাপ্ত বয়স্ক কেউ ১৬র নীচে কাউকে সিগারেট ও তা আগুন ধরাতে দেশলাই জাতীয় কিছু দিতে পারবে না তার পরেও এই দেশের সমাজ ব্যাবস্থায় পিতৃ পরিচয়হীন, মাতা-পিতার তালাক ইত্যাদি নানা কারণে নৈতিক শিক্ষা এরা পায় না। যার কিছু ধারণা গত বছর ২০১১তে লন্ডন ও ইংল্যান্ড জুড়ে দাঙ্গা-লুটপাটের ঘটনায়। নিজেদের দৈন্যতা ঢাকতে সাম্প্রদায়িক ও বর্ণবাদী উস্কানী ও সংঘাত বাধিয়ে অহেতুক পরিবেশ উত্তপ্ত করতে চায়। একটি ঘটনা দিয়ে শেষ করছি। গত বছর একজন ইংরেজের বাড়ীতে অনুষ্ঠানে গিয়েছি যেদিন ছিল ম্যান ইউ ও বার্সেলোনার মধ্যকার ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল ম্যাচ। যদিও ম্যাচ শুরু হতে ৭/৮ মিনিট বাকী কিন্তু দুই দলের ম্যাচ প্রিভিউ খুব সুন্দর ভাবে বর্ণণা করা হচ্ছিল। এটাই শুনছিল প্রায় ৭০ বছর বয়সের কাছাকাছি এক ভদ্রলোক(বৈঠক খানায়)। আমি সহ আরো ২-৩ জন ভদ্রলোক। কিন্তু আমাদের সাথে ছিল ৮-১০ তরুণ যাদের বয়স ১৭-২৫ এর মেধ্য যারা একটু হৈ চৈ ও উচ্চস্বরে কথা বলছিল। তো বয়স্ক ভদ্রলোক তাদেরকে অনুরোধ করল তোমরা একটু দয়া করে থামবে বর্ণণা শুনতে পাচ্ছি না। তরুণদের কয়েকজন রাগত স্বরে জবাব দিল Has the match started yet? তো কেউ আমরা আর কোন কথা বললাম না। এই ঘটনার কয়েকদিন পর ঐ বয়স্ক ভদ্রলোকের সাথে লাইব্রেরীতে দেখা হলে হ্যালো বলে একটু আলাপ করলাম। উনি বৃটিশ রাজকীয় নৌবাহিনী হতে অবসর নিয়েছেন প্রায় ১০ বছর। তখন ঐ দিনের ঘটনা সহ বর্তমানে দেশে কিশোর ও টিনেজারদেড় বেপরোয়া আচরণ সমন্ধে উনার দৃষ্টি আকর্ষণ করলে উনি আফসোসের সাথে জানালেন This is not the England where I grew up!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ