রবিবার, ১ এপ্রিল, ২০১২

বেক্সিমকো’র ৮০ লাখ ৬৩ হাজার ৮৬৮ শেয়ার ইস্যুর অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো লিমিটেডের ৮০ লাখ ৬৩ হাজার ৮৬৮টি শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল কমিশনের ৪২৬তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এসইসি’র নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সভায় কমিশন বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডের (বেক্সিমকো) ১০ টাকা মূল্যমানের ৮০ লাখ ৬৩ হাজার ৮৬৮টি সাধারণ শেয়ার ইস্যুর অনুমোদন দেয়া হয়। আলোচ্য ইস্যুর সম্পূর্ণ মূল্য ৮ কোটি ৬ লাখ ৩৮ হাজার ৬৮০ টাকা। এ ইস্যুর মাধ্যমে ইন্টারন্যাশনাল নিটওয়্যার অ্যান্ড অ্যাপারেলস লিমিটেড, বেক্সিমকো ফ্যাশন লিমিটেড, ক্রিসেন্ট ফ্যাশন অ্যান্ড ডিজাইন লিমিটেড ও ফ্রেশটেক্স বাংলাদেশ (প্রাইভেট) লিমিটেডের প্রায় ১০০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে বেক্সিমকো লিমিটেড। ইস্যুকৃত শেয়ারের ওপর ৩ বছরের লক-ইন থাকবে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এর আগে বেলা তিনটার দিকে এসইসি’র সভা কক্ষে কমিশন সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এসইসি’র চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ