গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে অনুসন্ধান কমিটিতেও ড. মুহাম্মদ ইউনূসকে রাখতে চায় না সরকার। এমডি নিয়োগে ড. ইউনূসের নেতৃত্বে সার্চ কমিটি করতে ব্যাংকের পরিচালনা পরিষদের পক্ষ থেকে সরকারের কাছে প্রস্তাব দেয়া হলেও সরকার এতে কোনভাবেই রাজি নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনার সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ব্যাংক পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্য ব্যাংকের নতুন এমডি নিয়োগ দেয়ার জন্য ড. ইউনূসের নেতৃত্বে একটি অনুসন্ধান কমিটি করার প্রস্তাব দিয়েছেন। তবে সরকার এই প্রস্তাবে রাজি নয়। নতুন এমডি মনোনয়নের ক্ষেত্রে সাবেক এমডি’র (ইউনূস) কোন ভূমিকা থাকা উচিত নয়। এ ব্যাপারে এটাই সরকারের দৃষ্টিভঙ্গি।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মজিনা বলেন, আমরা চাই গ্রামীণ ব্যাংকে একজন যোগ্য ব্যক্তি এমডি হিসেবে মনোনয়ন পাক। গ্রামীণ ব্যাংক একটি ভাল ব্যাংক। আমরা চাই এটি ভালভাবে চলুক। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, রাষ্ট্রদূতের সঙ্গে অন্যান্য প্রসঙ্গের পাশাপাশি গ্রামীণ ব্যাংক নিয়ে আলোচনা হয়েছে। ভাল কেউ যাতে এই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হন, রাষ্ট্রদূত তা নিশ্চিত করতে বলেছেন। অর্থমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা (টিইসিএফ) সম্পর্কিত যে চুক্তি হওয়ার কথা ছিল, তা প্রায় চূড়ান্ত পর্যায়ে। শিগগিরই তা অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন