প্রার্থনা করতে গির্জায় এসেছিল এক কিশোরী। কিন্তু প্রার্থনার পরিবর্তে উল্টো ধর্ষিত হতে হলো থাকে। তাও আবার 'যিশুর সেবকের' হাতেই। ঘটনাটি ঘটে ভারতের কেরালায়।
ধর্ষণের অভিযোগে ওই যাজককে গতকাল বুধবার গ্রেপ্তারও করেছে পুলিশ। মুন্ডাক্ক্যমে ইসরায়েল পেন্টেকোস্টাল গির্জায় বাইবেল কনভেনশনের সময়ে ওই কিশোরী ধর্ষণের শিকার হয়। তবে ঘটনাটি প্রকাশ্যে আসে প্রায় দুই মাস পর গত ২৮ এপ্রিল।
http://www.somoyerkonthosor.com/news/72326
জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি গির্জায় ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণ করেন যাজক। তবে যাজকের হুমকিতে ওই কিশোরী কাউকে কিছুই জানায়নি। কিন্তু কিছুদিন পর অসুস্থ হয়ে পড়ে সে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে জানা যায় সে অন্তঃসত্ত্বা।
এরপরই সবকিছু ফাঁস হয়ে যায়। তখনই নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে কয়েকদিন পর ওই যাজককে গ্রেপ্তার করা হয়।
ধর্ষণের অভিযোগে ওই যাজককে গতকাল বুধবার গ্রেপ্তারও করেছে পুলিশ। মুন্ডাক্ক্যমে ইসরায়েল পেন্টেকোস্টাল গির্জায় বাইবেল কনভেনশনের সময়ে ওই কিশোরী ধর্ষণের শিকার হয়। তবে ঘটনাটি প্রকাশ্যে আসে প্রায় দুই মাস পর গত ২৮ এপ্রিল।
http://www.somoyerkonthosor.com/news/72326
জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি গির্জায় ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণ করেন যাজক। তবে যাজকের হুমকিতে ওই কিশোরী কাউকে কিছুই জানায়নি। কিন্তু কিছুদিন পর অসুস্থ হয়ে পড়ে সে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে জানা যায় সে অন্তঃসত্ত্বা।
এরপরই সবকিছু ফাঁস হয়ে যায়। তখনই নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে কয়েকদিন পর ওই যাজককে গ্রেপ্তার করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন