অন্যতম আলোচিত ও বিতর্কিত সঙ্গীত শিল্পী আরফিন রুমির প্রথম স্ত্রী অনন্যার মায়ের বাসায় ডাকাতি হয়েছে । এছাড়া ছোট বোন অঙ্কুরকে মারধর করে চোখ বেঁধে ফেলে যায় তারা। আজ সন্ধ্যায় রাজধানীর বংশালে অনন্যাদের বাসায় এ ঘটনা ঘটে।
বাংলাদেশ প্রতিদিনকে অনন্যার মা বলেন, বিকেলে অনন্যাকে নিয়ে বাইরে বের হয়েছিলাম। ছোট মেয়ে অঙ্কুর ঘুমাচ্ছিল। তাই না ডেকে বাইরে থেকে তালা দিয়ে গিয়েছিলাম। কিছুক্ষণ আগে বাসায় এসে দেখি ঘরের তালা ভাঙা ও দরজা খোলা। ভেতরে ঢুকে দেখি হাত ও মুখ বাঁধা অবস্থায় অঙ্কুর পড়ে আছে। গায়ে মারধরের চিহ্ন। জিজ্ঞেস করলে সে জানায়, বাইরের দরজার নড়াচড়ায় তার ঘুম ভাঙে। কিন্তু ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে দুই-তিন কালো মুখোশধারী তার মুখে কাপড় জড়িয়ে ধরে। বেঁধে ফেলে হাত। এরপর মাথায় আঘাত করে। বাকিটা আর মনে নেই।
মুখোশধারীরা কী কী নিয়ে গেছে জানতে চাইলে অনন্যা বলেন, আমার ল্যাপটপ, কিছু গহনা ও নগদ টাকা নিয়ে গেছে। তবে আরও দেখে প্রকৃত ঘটনা বলতে পারব। দেখতে হবে আর কী কী পাওয়া যাচ্ছে না।
কাউকে সন্দেহ করছেন কিনা এ প্রশ্নের উত্তর অনন্যার মা বলেন, আমাদের তো এখন শত্রুর অভাব নেই। সম্প্রতি আমার মেয়ের ওপরও হামলা হয়েছে। সন্দেহ করলে অনেকের নামই উচ্চারিত হবে। তবে না জেনে কারও দিকে আঙ্গুল তোলা ঠিক হবে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন