বুধবার, ১৪ মে, ২০১৪

প্রতারিত যাত্রীরা এবার হজে যেতে পারবেন

হজ এজেন্সির প্রতারণার কারণে যেসব হজযাত্রীরা গত বছর হজে যেতে পারেননি তারা এ বছর হজে যেতে পারবেন। সংসদীয় কমিটিকে এ তথ্য জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। গত বছর দেড়শতাধিক যাত্রী এ ধরনের প্রতারণার শিকার হন। মন্ত্রণালয়ের পদক্ষেপের পর ওই যাত্রীরা তাদের টাকাও ফেরত পাওয়া শুরু করেছেন বলে জানানো হয়েছে। গতকাল সংসদ সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি বজলুল হক হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য হাবিবুর রহমান মোল্লা, সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, মো. মকবুল হোসেন, মোহাম্মদ আমীর হোসেন ও দিলারা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বিশেষ আমন্ত্রণে অংশ নেন হজ এজেন্সিগুলোর সংগঠন হাব সভাপতি ইব্রাহিম বাহার ও মহাসচিব শেখ আবদুল্লাহ। কমিটির সভাপতি বজলুল হক হারুন বলেন, গত বছর ১৫৩ জন হজযাত্রী প্রতারণার কারণে হজে যেতে পারেননি। তারা এবার সরকারি-বেসরকারিভাবে হজে যেতে পারবেন। ওই যাত্রীর অনেকেই টাকা ফেরত পেয়েছেন। বাকিরা পেয়ে যাবেন। তিনি আরও বলেন, লাইসেন্সধারী হজ এজেন্সিগুলোর মধ্যে হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠান অনিয়ম করতে পারে। ঝামেলা করে মধ্যস্বত্বভোগীরা। তাই এ বছর কোন হজযাত্রী যাতে মধ্যস্বত্বভোগীদের কবলে না পড়ে সে জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নেয়ার পাশাপাশি সার্বক্ষণিক সজাগ দৃষ্টি রাখার সুপারিশ করা হয়েছে। গত বছর অনিয়মের সঙ্গে জড়িত ১৫-২০ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান। এদিকে হজযাত্রী পরিবহনে কোন ফ্লাইট শিডিউল বিপর্যয় হলে ধর্ম মন্ত্রণালয় সে দায় নেবে না বলে মন্তব্য করেছেন কমিটির সভাপতি। তিনি বলেন, উড়োজাহাজের শিডিউল ঠিক করার দায়িত্ব সিভিল এভিয়েশনের। ধর্ম মন্ত্রণালয় এখানে দায় নেবে না। এ বিষয়ে বিমান মন্ত্রণালয়কে সজাগ থাকতে বলা হয়েছে। চলতি বছর বিমান কোন উড়োজাহাজ লিজ না নিয়ে নতুন আনা উড়োজাহাজ দিয়ে হজযাত্রী পরিবহন করবে বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ