বুধবার, ৭ মে, ২০১৪

সাইদীর রায়ের পর রেলে ক্ষতি ৭০ কোটি টাকা

altমানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের পরে রেলের নাশকতায় ক্ষতি হয়েছে ৭০ কোটি টাকা বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক।
বুধবার রেল ভবনে বোমা হামলায় নিহত রেলের নিরাপত্তা কর্মী আবুল কাশেমের পরিবারকে ১০ লাখ টাকা সঞ্চয়পত্র হস্তান্তরকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় বাংলাদেশ রেলওয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ায় নাশকতা বন্ধ করতে পেরেছে। না হলে জামায়াত-শিবির আরও অনেক ক্ষতি করতো রেলের।’

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে মুজিবুল হক বলেন, ‘আগামী দিনে আরও অনেক নেতার রায় হবে। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে আর যেন জামায়াত-শিবির রেলের কোনো রকম ক্ষতি করতে না পারে। রেল জনগণের সম্পদ। দেশের জনগণকে এটা রক্ষা করতে হবে।’

তিনি বলেন, ‘বিএনপির মদদে জামায়াত-শিবির একের পর এক রেলে আগুন, ফিসপ্লেট উল্টে ফেলা, স্টেশনে হামলা চালিয়ে রেলকে পুরোপুরি ধ্বংস করতে চেয়েছিল। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে আসেন, রেলকে রক্ষা করতে সরাসরি নির্দেশ দেন। তার প্রচেষ্টায় এবং আনসার ও রেলকর্মচারিদের সহযোগিতায় রেলকে বড় ধরনের নাশকতা থেকে রক্ষা করা গেছে।’

সঞ্চয়পত্র হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী নিহত আবুল কাশেমের স্ত্রী বুলবুলি আক্তারের হাতে ৭ লাখ ও মা রুবিয়া বেগমের হাতে ৩ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রেল সচিব আবুল কালাম আজাদ, মহাপরিচালক তাফাজ্জল হোসেন, যুগ্ম মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ