বুধবার, ১৪ মে, ২০১৪

বাবা-মেয়ের লিভ টুগেদারের ফসল তিন সন্তান!

যুক্তরাজ্যে সম্প্রতি এক ব্যক্তিকে চার বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত্। নিজের ঔরস্যজাত কন্যার সঙ্গে সহবাস এবং তিন তিনটি সন্তান জন্ম দেয়ার ঘটনায় তাকে এই শাস্তি দেয়া হয়েছে।৫৭ বছরের ওই ব্যাক্তিটি ওয়েস্ট ইয়র্কসের হাডার্সফিল্ড এলাকার বাসিন্দা। গত ১৬ বছর ধরে তিনি নিজ মেয়ের সঙ্গে বসবাস করে আসছিলেন। দীর্ঘ দিনের সম্পর্কের ফলে তাদের ঘরে তিন তিনটি ছেলে-মেয়ে হয়।

আদালতের শুনানি থেকে জানা যায়, নিজের মেয়ের সঙ্গে লিভ টুগেদার করার দায়ে ওই লোক ২০০৫ সালে আরো একবার পুলিশের হাতে আটক হয়েছিলেন। তখন ওই মেয়েটির ঘরে একটি ছেলে হয়েছে এবং দ্বিতীয় সন্তানটি তার পেটে। কিন্তু তখন ওই লোকের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় তাকে কেবল সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছিল।

আদালতে সরকারি পক্ষের কৌঁসুলি বলেন, বাবা-মায়ের সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ায় মেয়েটি নিজের বাবাকে চিনত না। কেননা ছোটবেলায় সে তার বাবাকে দেখেইনি। কিশোর বয়স অব্দি সৎবাবাকেই সে নিজের বাবা মনে করত। পরে সে আস্তে আস্তে বাবা সম্পর্কে জানতে শুরু করে। একদিন সৎ পিতার সঙ্গে ঝগড়া করে সে বাড়ি ছেড়ে আসে এবং নিজের বাবার সঙ্গে থাকতে শুরু করে।

মেয়েটি পুলিশকে জানায়, সে যখন ১৪ বছরের কিশোরী তখন প্রথমবারের মত নিজের বাবার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপিত হয়। এরপর থেকে তারা একসঙ্গে থাকতে শুরু করে। এরই ধারাবাহিকতায় ২০০২ সালে মেয়েটি একটি পুত্র সন্তানের জন্ম দেয়।

এ ঘটনায় ২০০৫ সালে ওই ব্যক্তিকে পুলিশ আটক করে। তখন সে পুলিশের কাছে সব স্বীকার করেন। তবে তার বিরুদ্ধে ওই মেয়ের তরফ থেকে কোনো অভিযোগ না থাকায় পুলিশ তাকে ছেড়ে দেয়। তখন সে এক সামাজিক সংগঠনের সঙ্গে এ মর্মে প্রতিশ্রুতিবদ্ধ হয় যে, সে তার মেয়ের সঙ্গে আর সম্পর্ক রাখবে না। এমনকি দুজন দুজনকে চোখের দেখাও দেখবে না। কিন্তু সে কথা রাখেনি। ফলে তার মেয়ে দ্বিতীয়বারের মত মা হয়।

পরে অবশ্য তাদের মধ্যে সম্পর্ক ধীরে ধীরে শিথিল হয়ে আসে। তারপরও ২০১০ সালে তৃতীয় সন্তানের মা হয় মেয়েটি। এরপর তাদের সম্পর্কের চূড়ান্ত অবনতি হয়। জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে মেয়েটি ২০১২ সালে পুলিশের কাছে যায় এবং নিজের এবং তার সন্তানদের বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। ।

তার বিরুদ্ধে সবমিলিয়ে ১০টি অভিযোগ আনা হয়।তিনি সেগুলো স্বীকারও করেন। এ অভিযোগ প্রমাণিত গওয়ার পর আদালত তাকে চার বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ