নিজেদের সম্পর্ক নিয়ে দর্শকদের সবসময়ে ধোঁয়াশায় রাখলেও এবার একসঙ্গে থাকবেন ধুম থ্রি মাতানো নায়িকা ক্যাটরিনা কাইফ এবং হালের সুপার স্টার হিরো রনবীর কাপুর।
শোনা যাচ্ছে ক্যাটরিনাকে বিশেষ পছন্দ নয় ঋষি কপূরের। আর তাই তাকে নিয়ে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন রনবীর। বান্দ্রায় তাদের নতুন বাড়ি সাজানোর কাজও চলছে। সেখানেই লিভ-ইন করবেন রনবীর-ক্যাটরিনা।
অন্যদিকে, বিয়ের সিদ্ধান্ত নিয়ে টানাপোড়েনে সম্পর্ক প্রায় ভাঙতেই বসেছিল দুজনের। তাই মধ্যস্থতায় আসতে হয়তো লিভ-ইনকেই বেছে নিলেন তারা।
প্রসঙ্গত, বিভিন্ন সময়ে মিডিয়াতে সাল্লুর সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ জানিয়েছিলেন, রনবীর কাপুর শুধুই তার ভালো বন্ধু। তিনি কখোনই তাকে বিয়ে করবেন না। তবে রনবীর-ক্যাটকে বিভিন্ন সিনেমার স্যূটিংয়ের ফাকে সমুদ্রের বিচে খোলামেলা ঘুরতে দেখা গেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন