পরকীয়া করে বেড়াচ্ছেন মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তার কারণে অভিনেতা নিশোর সংসারে আগুন লেগেছে। জুটি বেঁধে তার সঙ্গে বিভিন্ন নাটকে অভিনয় করছেন প্রভা। কিন্তু সেই সুযোগে ব্যক্তি জীবনেও বিবাহিত নিশোকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছেন তিনি। এ খবর পেয়েই নিশোর স্ত্রী নেমে পড়েছেন অনুসন্ধানে । সে কোথায়, যায় কী করে সব তথ্য নেয়া শুরু করেছেন। প্রভার সঙ্গে নিশোর পরকীয়ার খবরে সংসারে নানা ঝামেলা শুরু হয়। এটা প্রভার বাস্তব জীবনের কোনো ঘটনা নয়। আলভী আহমেদ পরিচালিত ‘নেশা লাগা ঘোর’ নামের একটি নাটকে তাকে এমন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
নাটকে অভিনয় প্রসঙ্গে প্রভা বলেন, ‘আসলে সমাজের অন্যান্য ক্ষেত্রের মতো আমাদের শোবিজেও এ ধরনের ঘটনা অহরহ ঘটছে। এসব কারণে অনেক শিল্পীর সুনামও ক্ষুণ্ণ হচ্ছে। এসব ঘটনা এড়ানোর জন্য এই নাটকটি একটি মেসেজও বলতে পারেন। আমার কাছে গল্পটি বেশ ভালো লেগেছে। আশা করছি দর্শকের কাছেও উপভোগ্য হবে।’ নাটকে নিশোর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন ফারহানা মিলি। নাটকটি ঈদে যে কোনো একটি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা সূত্র জানিয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন