মঙ্গলবার, ১৩ মে, ২০১৪

বিবস্ত্র করে ঘোরানো হল শিক্ষিকাকে

বিবস্ত্র করে ঘোরানো হল শিক্ষিকাকে
ভারতের ছত্তিশগড়ে এক আদিবাসী স্কুল শিক্ষিকাকে বিবস্ত্র করে প্রকাশ্যে এলাকায় ঘোরানোর মতো ঘটনা ঘটেছে।এরপরও গ্রাম্য মাতবররা ক্ষান্ত না হয়ে ওই নারীর কাছে এক লাখ রুপি দাবি করে। অন্যথায় তাকে একঘরে করার হুমকি দেয়।
গত ১৭ এপ্রিল ছত্তিশগড়ের যশপুর গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় নির্যাতিত নারী মানবাধিকার কমিশনের শরণাপন্ন হয়েছেন।
মানবাধিকার কমিশনে দায়ের করা একটি অভিযোগে ওই শিক্ষিকা জানিয়েছেন, তার বোনের ছেলে একই গ্রামের একটি আদিবাসী মেয়ের সঙ্গে ভালবাসার সর্ম্পক গড়ে তোলে। কিছুদিন আগে তারা দুজন বিয়ে করবে বলে স্থির করে।
বিয়ের আগে একদিন মেয়েটি তাদের বাড়িতে এলে শিক্ষিকার সহযোগিতায় তার বোনপো মেয়েটিকে ধর্ষণ করেছে বলে গ্রামে কথা রটে যায়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ১৯ এপ্রিল শিক্ষিকা ও মেয়েটিকে নিয়ে গ্রামে সালিশিসভা ডাকা হয়। গ্রামসভার চাপে ওই মেয়েটি সবার সামনে ছেলের সাথে সর্ম্পক ছিন্ন করার অঙ্গীকার করে। আর ওই শিক্ষিকাকে সবার সামনে বিবস্ত্র করে প্রকাশ্যে এলাকায় ঘোরানো হয়।
মানবাধিকার কমিশনে ওই শিক্ষিকার অভিযোগ, সেদিনের সালিসসভায় তাকে মারধর ও বিবস্ত্র করা হয়। পাশাপাশি তাকে এক লাখ রুপি জরিমানাও করা হয়েছে।
ফলে তিনি সঠিক বিচারের আশায় মানবাধিকার কমিশনের শরণাপন্ন হতে বাধ্য হয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ