মঙ্গলবার, ১৩ মে, ২০১৪

বিশ্বকাপে বাংলাদেশি শ্রমিক নিবে কাতার

বিশ্বকাপে বাংলাদেশি শ্রমিক নিবে কাতার
কাতার বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক শ্রমিক নিবে বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন খলিফা আল থানি।
‘১৪ তম দোহা ফোরাম’-এ অংশ নিতে দোহায় অবস্থানরত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সাথে সৌজন্য সাক্ষাতকালে কাতারের প্রধানমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন।
কাতারের প্রধানমন্ত্রী বাণিজ্যমন্ত্রীকে আশ্বাস দিয়ে বলেন, আগামীতে কাতারে বিশ্বকাপ খেলা উপলক্ষে বিপুলসংখ্যক শ্রমিকের প্রয়োজন হবে এবং বাংলাদেশ থেকে শ্রমিক আমদানি করা হবে।
বাংলাদেশে এখন বিনিয়োগের চমৎকার পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী কাতারের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান এবং বাংলাদেশ থেকে দক্ষ-অদক্ষ জনশক্তি আনার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশের জ্বালানিখাতে বিনিয়োগ ও এলএনজি টার্মিনাল নির্মাণে তার দেশের বিনিয়োগের আগ্রহের কথা ব্যক্ত করেন।
আলোচনাকালে তোফায়েল আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে কাতারের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মসূচির প্রশংসা করে তাকে কাতার সফরের আমন্ত্রণ জানান।
বাণিজ্যমন্ত্রী বাংলাদেশে কাতারের সম্ভাব্য বিনিয়োগের বিষয়ে নানাবিধ সুবিধাদি সম্পর্কে কাতারের প্রধানমন্ত্রীকে অবহিত করেন এবং কাতারে বাংলাদেশের শ্রমিকদের কর্মসংস্থানে কাতার সরকারের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। আলোচনাকালে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মাসুদ মাহমুদ খোন্দকার উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ