মঙ্গলবার, ১৩ মে, ২০১৪

রাজধানীতে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে উত্তর গোরান, খিলগাঁও এলাকার শাহীন আলম (১০) নামের এক তৃতীয় শ্রেণীর ছাত্র এবং ইস্কাটন রোডের মামার বাসায় বেড়াতে আসা আব্দুল জব্বারের (১৬) মৃত্যু হয়।
index
শাহীন আলমের মা জেসমিন বেগম জানান, শাহীন আলম বিকেলে বাসা থেকে খেলতে বের হয়। এসময় রামপুরা নবীনবাগ বালুমাঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে থাকলে ভ্যান চালক শাহজাহান তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে রাজধানীর ইস্কাটন রোডের চতুর্থতলার ছাদ থেকে লোহার রড দিয়ে কাপড় নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল জব্বারের মৃত্যু হয়। তার বাবার নাম আব্দুল কাদের মোল্লা। গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ।
নিহত আব্দুল জব্বারের মামা হেলান উদ্দিন জানান, গত দশ-পনেরদিন আগে সে তাদের বাসায় বেড়াতে আসে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ