ইদানিং অনেক ফেসবুক ব্যবহারকারী টপ টেন ফ্রেন্ড বা এ জাতীয় এফবি অ্যাপস ব্যবহার করছেন। প্রোগ্রামিং জানা একজন ব্যবহারকারী চাইলেই অ্যাপস তৈরি করতে পারেন। এতে ব্যবহারকারীর কি লাভ হয় বিষয়টি আপেক্ষিক। তবে ডেভেলপারের মনোভাব ক্ষতির কারণ হতে পারে।
একটি অ্যাপস ব্যবহারের আগে ইউজারকে তার ওয়ালে পোস্ট, ফ্রেন্ডলিস্টসহ পারসোনাল সকল তথ্য এক্সেস করার অনুমতি দিতে হয়। কিছু অ্যাপস ম্যাসেজ পাঠাতেও সক্ষম। ফলাফল হিসেবে আইডি অরক্ষিত হয়ে পড়ে ও নিরাপত্তা বিঘ্নিত হয়।
অ্যাপসগুলোর মাধ্যমে ডেভেলপাররা যে ব্যক্তিগত তথ্যগুলো সংগ্রহ করে তা তারা বিভিন্ন মার্কেটিং কোম্পানির কাছে প্রতি আইডি ৫ থেকে ৩০ ডলারে বিক্রয় করে। এছাড়াও ইমেইল এড্রেস কেনার অনেক প্রতিষ্ঠান আছে যারা ইমেইল মার্কেটিং করে।
আমরা অনেকেই বিভিন্ন ম্যাসেজ পেয়ে থাকি যেখানে একটি ইমেইল এড্রেসে যোগাযোগ করতে বলে। উদ্দেশ্য জবাব দিলে ইমেইল এড্রেসটি জানতে পারবে। এর মাধ্যমে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টাও করা হয়।
আপনার ফেসবুক আইডিটি সুরক্ষিত রাখতে চাইলে অ্যাপস ব্যবহার থেকে বিরত থাকতে পারেন। প্রাইভেসি সেটিংসে এ্যাপস ডিসেবল করার অপশন আছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন