বুধবার, ১৪ মে, ২০১৪

পুলিশ আইন দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ সম্ভব নয়

image_91105_0১৮৬১ সালে তৈরি করা পুলিশ আইন দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।
বুধবার সুপ্রিম কোর্ট বারের অডিটোরিয়ামে ঐক্যবদ্ধ আইনজীবী ফোরাম আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ বারের আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাত অপহরণ ও খুনের ঘটনা  সারা দেশের সকল আইনজীবীদের মাঝে জাগরণের সৃষ্টি করছে।’
দেশের সাধারণ জনগণ জানমালের নিরাপত্তা নিয়ে বেশি উৎকণ্ঠিত বলেও মনে করেন সুপ্রিমকোর্টের সিনিয়র এই আইনজীবী। বর্তমান অবস্থার প্রেক্ষিতে দেশের জনগণ এক নম্বরে নিরাপত্তা চায় বলেও মন্তব্য করেন ড. কামাল হোসেন।
সমাবেশে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, ‘মানবাধিকার চর্চা ও রক্ষার ক্ষেত্রে সবাইকে একত্রে কাজ করতে হবে। তাহলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অবসান ঘটবে এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে।’
ব্যারিস্টার আমিরুল ইসলাম বলেন, ‘র‌্যাবকে মানুষ হত্যার লাইসেন্স দেয়া হয়েছে। তাই তারা লাইসেন্স টু কিলিং ইন্ডাস্ট্রি করছে। অবিলম্বে এটা বন্ধ করে সংবিধান ও আইনের মাধ্যমে নাগরিকের জন্য সংরক্ষিত সকল অধিকার নিশ্চিত করতে হবে।’
সমাবেশের অপর বক্তা বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘দেশে গণতন্ত্র না থাকলে আইনের শাসন থাকতে পারে না। তাই একটি নির্বাচিত, গণতান্ত্রিক সরকার গঠনের জন্য আমাদের সকলকে দল মত নির্বিশেষে কাজ করতে হবে। নইলে নারায়ণগঞ্জের মত ঘটনা প্রতিদিন ঘটতে থাকবে।’
সমাবেশে বিশিষ্ট সংবিধান প্রণেতা ও আইনজীবী ড. কামালের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট নুরুল ইসলাম, অ্যাডভোকেট হাসান আরিফ, রফিকুল ইসলাম মিয়া, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খানসহ প্রমুখ আইনজীবী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ