মঙ্গলবার, ১৩ মে, ২০১৪

এখনো সন্ধান মেলেনি ৪২ দিন আগে বখাটে কতৃক অপহরণ হওয়া স্কুলছাত্রী জান্নাতের

 অপহরণের ৪২ দিনেও উদ্ধার হয়নি নোয়াখালীর সেনবাগ উপজেলার ইয়ারপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী (এসএসসি পরীক্ষার্থী) জান্নাতুল নাঈম (১৬)। নাঈম উপজেলার ইয়ারপুর ইউনিয়নের কাতার প্রবাসী মো. হানিফের মেয়ে।
image_90824_0.gif
স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলছাত্রী নাঈম স্কুলে আসা-যাওয়ার পথে একই এলাকার রফিকউল্লাহর ছেলে বখাটে গোলাম কিবরিয়া তাকে প্রায় উত্ত্যক্ত করতো। বিষয়টি তার পরিবারের লোকজনকে জানালে ক্ষিপ্ত হয় বখাটে গোলাম কিবরিয়া।
গত ৩১ মার্চ সোমবার একদল অজ্ঞাত সন্ত্রাসী নিয়ে একই ইউপির মহিদীপুর গ্রামে নানাবাড়ি যাওয়ার সময় নাঈমকে অটোরিকশায় তুলে নিয়ে যায় বখাটে গোলাম। এরপর থেকে নাঈমের সন্ধান পায়নি পরিবারের সদস্যরা।
পরে ঘটনায় নাঈমার মা মর্জিনা আক্তার বাদী হয়ে গত ৩০ এপ্রিল বুধবার  নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে ৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে নাঈমকে উদ্ধারের জন্য সেনবাগ থানা পুলিশকে নির্দেশ দেয়।
এবিষয়ে জানতে চাইলে সোমবার বিকেলে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, তাকে উদ্ধার ও অপহরণকারীকে আটকের চেষ্টা চলছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ