একজন আত্মস্বীকৃত দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাকে চট্টগ্রাম বন্দরে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওই কর্মকর্তার চাকুরির মেয়াদ আগামী মাসে শেষ হওয়ার কথা রয়েছে। অবসরের পর তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়ার জন্য সম্প্রতি বন্দর কর্তৃপক্ষ নৌ-মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে।
সূত্র জানিয়েছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রকৌশলী খায়রুল মোস্তফা বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গঠিত সত্য ও জবাবদিহিতা কমিশনে নিজের দুর্নীতির দায় স্বীকার করে নিয়েছিলেন। বর্তমানে তিনি বন্দরের চিফ ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) পদে কর্মরত রয়েছেন। আগামী জুনে তার অবসরে যাওয়ার কথা। অবসরের দিন থেকে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
২০০৯ সালের ডিসেম্বরে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের এক চিঠিতে খায়রুল মোস্তফাসহ চারজন কর্মকর্তাকে কম গুরুত্বপূর্ণ পদে বদলি এবং তাদের কার্যকলাপের ওপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়। ওই চিঠিতে বলা হয়, খায়রুল মোস্তফাসহ চারজনের বিরুদ্ধে দুদক মামলা করে। তখন তিনি ও তার পরিবারের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত এক কোটি ৩৫ লাখ টাকার সন্ধান পায় দুদক। সেই সময় হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান তিনি। পরে ট্রুথ কমিশনে দুর্নীতির দায় স্বীকার করে কমিশনের অনুকম্পা গ্রহণ করেন। কমিশন তাকে ১০ লাখ টাকা জরিমানা করে।
নাম প্রকাশ না করার শর্তে বন্দরের এক কর্মকর্তা চিঠি পাঠানোর বিষয়টি স্বীকার করেন। তবে তিনি এ বিষয়ে কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন