বৃহস্পতিবার, ১ মে, ২০১৪

প্রেমে প্রতারিত তরুণীর কল্যাণপুর ফ্লাইওভার থেকে নিচে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা

রাজধানীর কল্যাণপুর এলাকায় আত্মহত্যার উদ্দেশ্যে ফ্লাইওভার থেকে লাফিয়ে পড়েছে এক তরুণী।
মিরপুর থানার এসআই শাহনুর জানান, বৃহস্পতিবার দুপুর দুটার দিকে রিয়া (২০) নামে একটি মেয়ে ফ্লাইওভার থেকে লাফিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
রিয়ার কাছ থেকে একটি মোবাইল নম্বর সংগ্রহ করে তার বড় বোন কণার সঙ্গে যোগযোগ করা হলে কণা পুলিশকে বলেন, ‘তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। সে কোথায় থাকে কি করে তাও জানি না। আমরা তার খোঁজখবর রাখি না।’
পরে রিয়া পুলিশকে জানান, একটি ছেলের সঙ্গে তার সম্পর্ক ছিল। সম্প্রতি তারা দারুসসালাম এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। এর পর তাদের সম্পর্কের অবনতি ঘটে।
রিয়ার পিতার নাম জিন্নাহ মণ্ডল। তাদের বাড়ি রাজবাড়ি জেলার পাংশা উপজেলার পিকড়া এলাকায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ