বুধবার, ১৪ মে, ২০১৪

‘যৌন সম্পর্কে স্ত্রীকে বাধ্য করা হলেও ধর্ষণ হবে না’

স্ত্রীর অনিচ্ছা সত্ত্বেও স্বামী যদি তাঁর সঙ্গে জোর করে যৌন সম্পর্কে লিপ্ত হন, তবে তা ধর্ষণ বলে গণ্য হবে না।

রোববার এমনই একটি চাঞ্চল্যকর রায় দিয়েছেন ভারতের দিল্লির একটি আদালত।

অতিরিক্ত দায়রা বিচারক বীরেন্দ্র ভট্ট বলেন, ‘এখানে বাদী ও বিবাদী পক্ষ সম্পর্কে স্বামী-স্ত্রী। স্ত্রীর অনিচ্ছা সত্ত্বেও স্বামী যদি জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করেন, তবেও এটা ধর্ষণ বলে গণ্য হবে না।’

একটি মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে বেকসুর খালাস দেন বিচারক। গাজিয়াবাদের বাসিন্দা এক তরুণী আদালতে জানিয়েছিলেন, বিকাশ নামের যুবক তাঁকে জোর করে গাজিয়াবাদের ম্যারেজ রেজিস্ট্রারের অফিসে নিয়ে গিয়ে বিয়ে করেন।

এরপরই ওই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

যদিও বিকাশ আদালতে জানান, ২০১১ সালের ২ ফেব্রুয়ারি দুই বাড়ির মত নিয়ে অনুষ্ঠানের মধ্যমেই বিবাহ হয় তাঁদের। এর কয়েক মাস পর আইনি বৈধতার জন্য রেজিস্ট্রি করেন তাঁরা।

ফলে স্ত্রী যে অভিযোগ করেন, এ সব মিথ্যা। এমন অভিযোগ করার কারণ হিসেবে বিকাশ জানান, বোনের সম্পত্তি নিজেদের নামে না লেখানোয় এমন মিথ্যা অভিযোগ দায়ের করেছেন তাঁর স্ত্রী।

পুলিশের তদন্ত রিপোর্টেও ধর্ষণের প্রমাণ ছিল না। ফলে আদালত সব তথ্যপ্রমাণ যাচাই করে বিকাশকে বেকসুর খালাস দেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ