বুধবার, ১৪ মে, ২০১৪

কানে মল্লিকার এত প্রভাব কেন

পর্দা উঠলো ৬৭তম কান চলচ্চিত্র উৎসবের। ফ্রান্সের কান শহরের এই জমকালো আয়োজনে গতকাল বসেছে বিশ্বের বিভিন্ন প্রান্তের তারকাদের মেলা। গত কয়েক বছর ধরেই বিভিন্ন বলিউড তারকাও এ উৎসব মাতাচ্ছেন।  এ কারণে দক্ষিণ এশিয়ার দর্শকদের কাছে কান উৎসব আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। তবে গত কয়েক বছর ধরেই যিনি নিয়মিত কানে অংশ নিচ্ছেন তিনি হলেন বলিউডের সেক্সসিম্বল অভিনেত্রী মল্লিকা সারাওয়াত। অন্য অনেক বলিউড তারকা অংশ নিলেও কানে সব সময় মল্লিকার প্রাধান্যটা বেশি লক্ষ্য করা যায়। এমনকি এবার সিআইআই’র (কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি) প্যাভিলিয়নও উদ্বোধন করবেন মল্লিকা। অনেকের মনেই প্রশ্ন উঠতে পারে, বলিউডের এতো শীর্ষ তারকা থাকতে মল্লিকার এতো প্রভাব কেন কান উৎসবে? কানে মল্লিকার এমন ধারাবাহিক প্রভাবের নেপথ্যোর কারণ হলো, এরই মধ্যে হলিউডে ভারতীয় তারকা হিসেবে নিজের একটি অবস্থান তৈরি করতে পেরেছেন এই অভনেত্রী। তিনি হলিউডের ‘হিস’ এবং ‘পলিটিকস অব লাভ’ ছবিতে কাজ করেছেন। এর আগে চাইনিজ ছবি ‘দ্য মিথ’-এ কাজ করেছিলেন। সামনেও কয়েকটি হলিউড ছবিতে কাজ করার কথা চলছে তার। চলচ্চিত্রের পাশাপাশি এরই মধ্যে হোয়াইট হাউসেও আমন্ত্রিত হয়েছেন তিনি। এ কারণেই মল্লিকাকে এবার সিআইআই প্যাভিলিয়ন উদ্বোধন করার দায়িত্ব ও সম্মাননা দেয়া হয়েছে। এদিকে মল্লিকা এবার দেশী পোশাকে হাজির হলেন কান উৎসবে। মনীষ ত্রিপাঠি তার পোশাক ডিজাইন করেছেন। লেহেঙ্গা ও অন্যরকম ডিজাইনের একটি ব্লাউজ পরে এবার কান উৎসবের রেড কার্পেটে হাঁটবেন তিনি। এ বিষয়ে মল্লিকা বলেন, কান উৎসবে যেহেতু আমি ভারতের একজন প্রতিনিধি হিসেবে যাচ্ছি, তাই দেশী পোশাকই বেছে নিয়েছি। আশা করছি এবারও কান উৎসব থেকে ভাল অভিজ্ঞতা নিয়ে ফিরবো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ