সাম্প্রতিক সময়ে নায়লা নাঈমেকে নিয়ে আলোচনা সমালোচনার কোনো শেষ নেই। বিশেষ করে বাংলাদেশী কোনো অভিনেত্রীকে এর আগে এতটা সাহসী পোশাকে ক্যামেরার সামনে দাঁড়াতে দেখা যায়নি। নানা ফোটোসেশনে তাঁকে দেখা গিয়েছে নানান রকম স্বল্প পোশাকে, যেগুলো বিদেশী নায়িকাদের পরনে হরহামেশা দেখলেও দেশী নায়িকার ক্ষেত্রে আপত্তি জানাচ্ছেন অনেকেই।
তবে সবকিছু পেরিয়ে এগিয়ে যাচ্ছেন নায়লা। বিখ্যাত ব্যান্ড ভাইকিংসের ভোকাল তন্ময় তানসেন পরিচালিত প্রথম সিনেমা দিয়ে রূপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে নায়লার। স্বল্পবসনে তোলা নায়লা নাঈমের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা, সমালোচনার জন্ম দিয়েছে। তিনি অবশ্য সমালোচনায় পিছিয়ে যাওয়ার পাত্র নন। নায়লা বলেন, ‘অনেকে হয়তো ব্যাপারটিকে সহজভাবে নিতে পারেনি এবং সমালোচনা করেছে। কিন্তু অনেকেই কিন্তু এই একই কাজগুলোর অনেক প্রশংসাও করেছে।’
অন্যদিকে নায়লাকে অনেকেই বলিউডের পর্ণ স্টার সানি লিওনের সাথে তুলনা করতেও পিছ পা হচ্ছেন না। নিন্দুকেরা বলছেন নায়লা শুরুতেই এমন হলে ভবিষ্যতে না জানি কী হবে। তবে সকলের মুখে ছাই দিয়ে নায়লা জানিয়েছেন ভিন্ন কথা।
বিকিনি কিংবা পশ্চিমা আদলে তৈরি স্বল্প পোশাকে সাবলীল হলেও কখনো মডেলিং বা অভিনয়ের প্রয়োজনে নগ্ন বা বিবসনা হবেন না নায়লা। নিজের এই অবস্থানের কথা পরিষ্কার জানিয়েছেন তিনি তিনি ডয়েচ ভেলের একটি সাক্ষাতকারে। নায়লা বলেন, ‘আমাকে কখনোই এ রকম কোনো দৃশ্যে দেখা যাওয়ার সম্ভাবনা নেই যেটা আমাদের সংস্কৃতির সঙ্গে পুরোপুরি বেমানান।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন