বুধবার, ১৪ মে, ২০১৪

নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতন করলেন শিক্ষক

নাবালিকা ছাত্রীর প্রেমে পড়ে এক শিক্ষক পার করলেন সীমারেখা৷ 

অশ্লীল ছবি ও এসএমএস পাঠাতে শুরু করলেন ছাত্রীকে৷ 

এরপর একদিন টিউশন পড়ানোর সময় সুযোগ বুঝে ছাত্রীর সঙ্গে অশালীন আচরন করেন তিনি৷ মেয়েটির বাড়ির লোকেরা এই কথা জানতে পেড়ে টিউশন বন্ধ করে দিলেও থেমে থাকেনি এই একতরফা প্রেম৷ এরপর খারাপ কথা বলে বেড়াতে থাকেন ওই শিক্ষক৷

দিল্লির পাঞ্জাবী বাগের এর ব্যবয়াসীর নবম শ্রেণীর মেয়ের সঙ্গেই ঘটেছে এমন ঘটনা৷ 

দিল্লি পুলিশ সুত্রে খবর এই ব্যবয়াসী ছয়মাস আগে প্রিয়দর্শন নামের ওই শিক্ষকে বাড়িতে টিউশনের জন্য রেখেছিলেন৷ ওই ছাত্রীর তিন বান্ধবীকেও বাড়িতে পড়াতে যেত এই শিক্ষক৷ 

কিন্তু কিছু দিন বাদে ওই ছাত্রীরাও পরিবারের কাছে এই এই অভিযোগ জানায়৷ মেয়েদের অভিযোগ শুনেই তারা ওই শিক্ষককে বাড়িতে আসতে না করে দেন, আর তখন থেকেই ওই ব্যবসায়ীর মেয়েকে অশ্লীল ছবি ও মেসেজ পাঠাতে শুরু করে শিক্ষক৷ 

শুধু তাই নয় ওই ছাত্রীকে ফোন করে বিরক্ত করতে শুরু করে শিক্ষক৷ 

এরপরই তার বাড়ির লোক পাঞ্জাবী বাগ থানায় অভিযোগ জানায়৷ পুলিশ এই বিষয়ে মামলা দায়ের করে অভিযুক্ত শিক্ষকের খোঁজ শুরু করেছে৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ