এতে বলা হয়, তিনি পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় একটি র্যালিতে বক্তব্য দিচ্ছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশীদের স্পর্শ করার সাহস দেখানোর আহ্বান জানানোর পরদিনই গতকাল নরেন্দ্র মোদি ফের এই হুমকি দিলেন। গত ২৭শে এপ্রিল নরেন্দ্র মোদি প্রথম পশ্চিমবঙ্গের সানারপুরের একটি সমাবেশে অবৈধ বাংলাদেশীদের তল্পিতল্পা সহ দেশে পাঠিয়ে দেয়ার ঘোষণা দেন।
তিনি বলেন, যদি কেন্দ্রে এবার বিজেপি ক্ষমতায় আসে তাহলে ১৬ই মে’র পরে অবৈধ বাংলাদেশী অভিবাসীদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। তবে যেসব লোক বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছেন তাদের বিষয়ে শিথিলতা দেখান তিনি। বলেন, তাদেরকে ভারতে আশ্রয় দেয়া হবে। ওদিকে নরেন্দ্র মোদির বক্তব্যের বিষয়ে একটি বিবৃতি দিয়েছে বিজেপি। তাতে বলা হয়েছে, তিনি ভারতে অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশী মুসলমানদের বের করে দেয়ার কথা বলেছেন।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের বেশির ভাগ মানুষ মুসলমান। তারা ভারতে অবৈধভাবে প্রবেশ করলে তারা অবৈধ অভিবাসী। ১৬ই মের পরে তাদেরকে ভারত থেকে বের করে দেয়ার কথা বলেছেন মোদি। এক পর্যায়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। বলেন, সারদা দুর্নীতিতে জড়িত সবাইকে জেলে ভরতে হবে।
তিনি আরও বলেন, মমতা পশ্চিমবঙ্গে বাংলাদেশীদের আশ্রয় দেন। এর মাধ্যমে তিনি সেখানে ভোট ব্যাংক সৃষ্টি করেছেন। তিনি আরও বলেন, নারীরা গুজরাটে নিরাপদ। কিন্তু যেখানে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী নারী সেখানকার চেয়ে গুজরাট বেশি নিরাপদ।
এসব বক্তব্যের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া সমালোচনা করেন। তিনি নরেন্দ্র মোদিকে কাগুজে বাঘ বলে অভিহিত করেন। বলেন, কাগুজে বাঘ হয়তো রয়েল বেঙ্গল টাইগারদের চেনেন না। যদি তিনি একজনকে বের করে দেন তাহলে সুন্দরবন থেকে বেরিয়ে আসবে রয়েল বেঙ্গল টাইগার। এ সময় তিনি নরেন্দ্র মোদির ইতিহাস জ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, তিনি ইতিহাস জানেন না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন