বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১২

সরকারি ওয়েবসাইট বন্ধ রাখার সিদ্ধান্ত ভারতের


বেশ কিছু দিন ধরেই বাংলাদেশ-ভারতের মধ্যে চলছে সাইবার যুদ্ধ। বাংলাদেশী হ্যাকারদের পক্ষ থেকে জানানো হয় যে , সীমান্ত হত্যা বন্ধে আমরা ভারতীয়দের সঙ্গে সরাসরি সাইবার যুদ্ধ ঘোষণা করেছি। বাংলাদেশী হ্যাকারদের দ্বারা ২০ হাজার ভারতীয় ওয়েবসাইট আক্রমণ হওয়ার কথা দাবি করে বাংলাদেশ ব্ল্যাকহ্যাট হ্যাকার্স গ্রুপ । এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া একটি ভিডিও প্রকাশ করে । তাতে জানা যায় যে, ভারত সরকার নিজ থেকেই ভারতীয় সকল সরকারি ওয়েবসাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ভারত সরকার দাবি করে বিএসএফ সহ অনেক গুরুত্বপূর্ণ ওয়েবসাইট একের পর এক বাংলাদেশী হ্যাকারদের আক্রমণ আসার কারণে সরকার তাদের সকল ওয়েবসাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
অন্য দিকে বাংলাদেশী হ্যাকাররা বলছে, যতক্ষণ সীমান্ত হত্যা বন্ধ না হবে, ততক্ষণ আমাদের এ যুদ্ধ থামবে না। শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্তও না।
টাইমস অব ইন্ডিয়া লিঙ্ক http://bit.ly/zGswEm

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ