বিশ্বজুড়ে হ্যাকার রাজত্ব চলছে। দু'দিনে সারা বিশ্বের প্রায় ৩০০০টি ওয়েবসাইট হ্যাক করল বিভিন্ন সংগঠন। আপাতত এই হ্যাকারদের কাছে হার মেনেছে বিশ্বের তাবড় গোয়েন্দারা। ফলে ওয়েব হ্যাকারদের দাপট চূড়ান্ত সীমায় উঠল এই ঘটনাকে কেন্দ্র করে।
এখানে আসুন
ভারতের কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকা জানায়, হিন্দুস্থান সাইবার আর্মি পরিচয় দিয়ে একদল হ্যাকার গত দু দিন ধরে বাংলাদেশের ছ'টি সরকারি ওয়েবসাইট হ্যাক করে। তারপরেই বাংলাদেশ থেকে 'ব্ল্যাক হ্যাকার' পরিচয় দিয়ে ভারতের ৭০৮টি ওয়েবসাইট হ্যাক করা হয়। একইসঙ্গে এই ঘটনার জেরে পাকিস্তানি Sodo_006 হ্যাকাররা বিশ্বের বিভিন্ন প্রান্তে ২২০০টি ওয়েবসাইট হ্যাক করে। শুধু তাই নয় তারা যে সমস্ত সাইট হ্যাক করেছে তাদের একটি তালিকাও ওয়েবসাইটে প্রকাশ করেছে হ্যাকাররা।
কলকাতা গোয়েন্দা শাখার এক আধিকারিকের মন্তব্য, এই হ্যাকারদের হাত থেকে রেহাই পাওয়ার একমাত্র উপায় নিজের সাইটের নিরাপত্তা বাড়ানো। নিরাপত্তার ফাঁকফোঁকর খুঁজে এই সমস্ত হ্যাকাররা এগুলিকে হ্যাক করে থাকে। ফলে এদের থাবা থেকে বাঁচার একমাত্র উপায় নিজের সাইটের সাইটকে প্রযুক্তিগতভাবে আরও উন্নত করা। নচেৎ আধুনিক সাইবার সন্ত্রাসবাদীদের হাত থেকে রেহাই পাওয়া মুশকিল। তবে অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে বিভিন্ন দেশের গোয়েন্দা সংগঠনগুলি অতি সক্রিয় হয়ে শত্রু দেশের সাইট হ্যাক করে সে দেশের সরকারি কাজকর্ম ও আর্থিক লেনদেন সাময়িকভাবে পণ্ড করে দিয়েছে। গত দু'দিনের ঘটনাও সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে। এমনকী বিভিন্ন দেশথেকে নাসা এবং পেন্টাগনের বিভিন্ন সাইট হ্যাক করারও চেষ্টা করা হয়েছে।
উল্লেখ্য, কিছুদিন আগেই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বেশ কিছু সাইট হ্যাক করা হয়। আর এবারে হ্যাকের তালিকায় রয়েছে রাজ্যের ক্ষমতাই থাকা তৃণমূলের কয়েকটি ওয়েবসাইটও।
এখানে আসুন
ভারতের কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকা জানায়, হিন্দুস্থান সাইবার আর্মি পরিচয় দিয়ে একদল হ্যাকার গত দু দিন ধরে বাংলাদেশের ছ'টি সরকারি ওয়েবসাইট হ্যাক করে। তারপরেই বাংলাদেশ থেকে 'ব্ল্যাক হ্যাকার' পরিচয় দিয়ে ভারতের ৭০৮টি ওয়েবসাইট হ্যাক করা হয়। একইসঙ্গে এই ঘটনার জেরে পাকিস্তানি Sodo_006 হ্যাকাররা বিশ্বের বিভিন্ন প্রান্তে ২২০০টি ওয়েবসাইট হ্যাক করে। শুধু তাই নয় তারা যে সমস্ত সাইট হ্যাক করেছে তাদের একটি তালিকাও ওয়েবসাইটে প্রকাশ করেছে হ্যাকাররা।
কলকাতা গোয়েন্দা শাখার এক আধিকারিকের মন্তব্য, এই হ্যাকারদের হাত থেকে রেহাই পাওয়ার একমাত্র উপায় নিজের সাইটের নিরাপত্তা বাড়ানো। নিরাপত্তার ফাঁকফোঁকর খুঁজে এই সমস্ত হ্যাকাররা এগুলিকে হ্যাক করে থাকে। ফলে এদের থাবা থেকে বাঁচার একমাত্র উপায় নিজের সাইটের সাইটকে প্রযুক্তিগতভাবে আরও উন্নত করা। নচেৎ আধুনিক সাইবার সন্ত্রাসবাদীদের হাত থেকে রেহাই পাওয়া মুশকিল। তবে অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে বিভিন্ন দেশের গোয়েন্দা সংগঠনগুলি অতি সক্রিয় হয়ে শত্রু দেশের সাইট হ্যাক করে সে দেশের সরকারি কাজকর্ম ও আর্থিক লেনদেন সাময়িকভাবে পণ্ড করে দিয়েছে। গত দু'দিনের ঘটনাও সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে। এমনকী বিভিন্ন দেশথেকে নাসা এবং পেন্টাগনের বিভিন্ন সাইট হ্যাক করারও চেষ্টা করা হয়েছে।
উল্লেখ্য, কিছুদিন আগেই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বেশ কিছু সাইট হ্যাক করা হয়। আর এবারে হ্যাকের তালিকায় রয়েছে রাজ্যের ক্ষমতাই থাকা তৃণমূলের কয়েকটি ওয়েবসাইটও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন