বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১২

নববধূ ও টয়লেট


কত রকমের আবদার থাকে নতুন বৌয়ের। শাড়ি, গয়না, এমনকি গাড়ি-বাড়িও। কিন্তু টয়লেট! এমনটা সচরাচর শোনা যায় না। কিন্তু ভারতের মধ্যপ্রদেশে ঘটেছে এমন ঘটনাই।
বিয়ের পর নতুন সংসারে পা রাখেন অনিতা নায়ার। কিন্তু সংসারের শুরুতেই ধাক্কা খান তিনি। অবাক হয়ে দেখেন শ্বশুরবাড়িতে কোনো টয়লেট নেই। টয়লেটের অভাবে বিয়ের দুই দিন বাদেই স্বামীর সংসার ছেড়ে চলে যান তিনি। ফেরেন প্রায় আট দিন পর। বাড়িতে টয়লেট তৈরি হওয়ার পরে।
স্বামী শিবরামেরও দোষ ছিল না। কারণ বাড়িতে টয়লেট তৈরির মতো অর্থ ছিল না তাঁর। স্ত্রীর পীড়াপীড়িতে গ্রামবাসীদের সাহায্য নিয়ে টয়লেট তৈরি করেন শিবরাম।
এদিকে একটি বেসরকারি সংস্থা এ ধরনের সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য স্ত্রী অনিতা নায়ারকে ১০ হাজার ডলার পুরস্কার দিয়েছেন। তবে এ ঘটনা শুধু একটি পরিবারে নয়। প্রায় ৫০ কোটি ভারতীয়র স্বাস্থ্যকর স্যানিটেশন-সুবিধা নেই বললেই চলে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের অসুবিধা বেশি। এতে করে বেশি বিপদে পড়ছেন নারীরা।
ভারতের স্থানীয় সরকার মন্ত্রণালয় তাদের কাজ ঠিকমতো না করার জন্যই এমনটা হয়েছে। সরকারিভাবে উদ্যোগ না নেওয়ায় সেখানে স্যানিটেশন-ব্যবস্থার এমন বেহালদশা। অনিতা নায়ার বিবিসিকে জানান, টয়লেটের জন্য বাইরে যাওয়াটা নারীদের পক্ষে একেবারেই শোভন নয়। কিন্তু সেটাই তাঁদের দিনের পর দিন করে যেতে হচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ