শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০১২

চট্টগ্রামবাসীর এই উদ্যোগকে স্যালুট!!

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের শারজাতে ভারতীয় নাগরিককে হত্যার দায়ে কফিল উদ্দিন নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক বাংলাদেশি নাগরিককে বাঁচাতে এগিয়ে এসেছেন চট্টগ্রামের শীর্ষস্থানীয় বিভিন্ন শিল্পগ্রুপ, ব্যবসায়ী ও রাজনীতিবিদরা।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কফিল উদ্দিন (৩০) নগরীর চান্দগাঁও থানার মাইজপাড়া এলাকার নাজির কমিশনারের পুরাতন বাড়ির জনৈক হোসেন আহমদের ছেলে। ...২০০০ সালে মাত্র ১৮ বছর বয়সে ফার্নিচারের দোকানের পেইন্টারের ভিসায় কফিল উদ্দিন দুবাইয়ে যান। সেখানে গিয়ে তিনি ইসিসি ফার্নিচার ইন্ডাস্ট্রিজ নামে একটি কারখানায় চাকরি নেন।

২০০৫ সালের ১১ আগস্ট একসঙ্গে চাকরি ও বসবাসকারী ভারতের রাজস্থানের নাগরিক পোরকারাম কুমার মদ্যপ অবস্থায় কফিলকে জোরপূর্বক বলাৎকারের চেষ্টা করে। এতে ক্ষুব্ধ হয়ে কফিল পোরকারামকে ছুরিকাঘাতে হত্যা করে।

২০০৬ সালের ১০ মে পোরকারাম হত্যা মামলায় কফিলকে মৃত্যুদণ্ড প্রদান করে রায় ঘোষণা করে সেদেশের আদালত।

রায় ঘোষণার পর দুবাইয়ের বাংলাদেশ দূতাবাস মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করার আবেদন জানায়। ভারতীয় দূতাবাস মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করার জন্য তাদের নাগরিকের রক্তের ঋণ নির্ধারণ করে দু’লাখ দিরহাম (বাংলাদেশি টাকায় ৪৪ লাখ টাকা)।

বাংলাদেশের পক্ষ থেকে টাকার পরিমাণ কমাতে পোরকারামের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। কিন্তু ভারতীয় দূতাবাস থেকে সারা পাওয়া যায়নি।

মৃত্যুদন্ড প্রাপ্ত কফিলের পরিবারের পক্ষে এত টাকা যোগার করা সম্ভব নয়। তখনই এগিয়ে এলো চট্টগ্রামের শীর্ষস্থানীয় শিল্প উদ্যোক্তারা।

রক্তঋণ হিসেবে নির্ধারণ করা ৪৪ লাখ টাকা পরিশোধ করে কফিল উদ্দিনকে বাঁচাতে জেলা প্রশাসনের ডাকে সাড়া দিয়েছে পিএইচপি, এস আলম, টিকে গ্রুপ, এমইবি গ্রুপ, বিএমএস গ্রুপসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান। সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়েছে ব্যবসায়ীদের দু’ সংগঠন চট্টগ্রাম চেম্বার ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার। 

শীর্ষস্থানীয় শিল্পগ্রুপের মধ্যে পিএইচপি, এস আলম ও টিকে গ্রুপ ৫ লাখ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এমইবি গ্রুপ ও বিএমএস গ্রুপ ২ লাখ টাকা করে এবং আ জ ম নাছিরউদ্দিন ১ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া দোকান মালিক সমিতি, রেস্তোরাঁ মালিক সমিতিসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরাও ২০ হাজার ও ৫০ হাজার করে বিভিন্ন পরিমাণ টাকা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ