বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১২

হোটেল রুপসী বাংলা বন্ধ হচ্ছে


প্রায় দু বছরের জন্য বন্ধ হয়ে যাচ্ছে ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত পাঁচতারা হোটেল, হোটেল রুপসী বাংলা। জানা গেছে এর সংস্কার কাজের জন্য এটি বন্ধ করা হচ্ছে।

১৯ ফেব্রুয়ারি রূপসী বাংলা হোটেল পরিচালনার জন্য সরকারের সঙ্গে ইন্টারন্যাশনাল হোটেল চেইন ইন্টারকন্টিনেন্টালের চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। এ চুক্তি অনুযায়ী ইন্টারকন্টিনেন্টাল ৩০ বছরের জন্য রূপসী বাংলা লিজ নেবে। এজন্য হোটেলে বড় ধরনের সংস্কার কাজ করা হবে। এতে প্রায় দুই বছর সময় লাগবে। আর এ সময়কালে হোটেলটি পুরোপুরি বন্ধ থাকবে।

এসময়ের জন্য হোটেলে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীরা কেউ চাকরিচ্যুত হবেন না। তাদের মেধা অনুযায়ী তাদেরকে দেয়া হবে ইন্টারকন্টিনেন্টালের অন্য হোটেলে চাকরির সুবিধা।

এসকল তথ্য পাওয়া গেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণাল সূত্রে। আগামী রোববার সকালে বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের সঙ্গে ইন্টারকন্টিনেন্টালের চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হবে।

আগামী দু’বছরের মধ্যে এই সংস্কার কাজ শেষ হবে বলে আশা করছে বিএসএল কর্তৃপক্ষ। সংস্কার কাজটি সরকার করলেও ইন্টারকন্টিনেন্টাল কর্তৃপক্ষটি বিষয়টির সমন্বয় করবেন। শেরাটনের সঙ্গে এই ইস্যুতে বিরোধ দেখা দিয়েছিল সরকারের। যে কারণে তারা শেষ পর্যন্ত তাদের চুক্তির মেয়াদ আর বাড়াতে রাজি হয়নি। সরকার চেয়েছিল সংস্কার কাজের সময় হোটেল বন্ধ এবং বর্তমান কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ