বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১২

আরো এক বাংলাদেশীর মৃত্যু হলো বিএসএফের হাতে নির্যাতন ছিল আরো রোমহর্ষক।

বিএসএফের নির্মম জগন্য নির্যাতনের শিকার হলো মোঃ মিজানুর রহমান। সে নবাবগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামের বাসিন্দা। মিজানুরসহ ৮-১০ জন লোক হাকিমপুর উপজেলার ঘাসুড়িয়া সীমান্তের ২৮৮নং মেইন পিলারের কাছ দিয়ে যাচ্ছিল। এ সময় বিএসএফ ক্যাম্পের সদস্যরা মিজানুর রহমানকে আটক করে।

পরে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে তার ডান চোখটি উপড়ে নিয়ে তাকে ফেলে চলে যায়। পরে মিজানুরের সঙ্গীরা তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর কত বিভৎস মৃত্যু দেখবে বাংলাদেশী অসহায় মানুষরা?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ