শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১২

কসবায় আ’লীগ দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১৫


আনোয়ার হোসেন (অভী)
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।

এদিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ তিন রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়ে এবং ব্যাপক লাঠিপেটা করে।

এ ঘটনায় কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী সাখাওয়াত হোসেন, উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার, পৌর ছাত্রলীগ সভাপতি মো. আব্দুল্লাহসহ ১৫ জন আহত হয়েছে।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শী সুত্রে জানা যায়, উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলামের সমর্থকদের সঙ্গে এ সংঘর্ষ হয়।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম কসবারকাগজকে বলেন, এডিপির কয়েকটি কাজ চেয়ারম্যান নিজের অধিনে নিয়ে যেতে চাচ্ছিলেন। আমি এর প্রতিবাদ করলে তার সঙ্গে আমার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তার লোকজন আমাদের উপর হামলা চালায়।

এদিকে উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী সাখাওয়াত হোসেন কসবারকাগজকে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই নেতার সমর্থকদের মাঝে এ সংঘর্ষ হয়।

পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ