শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১২

নাসিরনগরে স্ত্রীকে কুপিয়ে স্বামীর আত্মহত্যা


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা শহরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে কুপিয়ে আত্মহত্যা করেছেন এক স্বামী।রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। মৃত মুকুল চৌধুরী (৩২) একই এলাকার বাসিন্দা। 
গুরুতর অবস্থায় তার স্ত্রী শাকিলা চৌধুরী ফেরদৌসীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মুকুল মাদকাসক্ত ছিলেন। তিনি স্ত্রী শাকিলার নামে থাকা বাড়িটি তার নামে লিখে দেওয়ার জন্য স্ত্রীকে চাপ দিয়ে আসছিলেন। এ নিয়ে কিছুদিন ধরে তাদের মধ্যে বনিবনা হচ্ছিলনা। সম্প্রতি এ ব্যাপারে স্ত্রীর দেওয়া একটি মামলায় গ্রেফতার হয়ে কিছুদিন জেল হাজতে থাকার পর কয়েকদিন আগে ছাড়া পান মুকুল। এ নিয়ে রোববার দুপুরে দু’জনের মধ্যে আবারও কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে মুকুল ধারালো ছুরি দিয়ে তার স্ত্রীকে এলোপাথারি কুপাতে থাকেন। এ সময় স্ত্রী মারা গেছেন ভেবে তিনি ওই ছুরি নিজের গলায় চালিয়ে দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এদিকে, প্রথমে শাকিলাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে ওসি জানান।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ