শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০১২

ভাষা আন্দোলনের ৬০ বৎসর পূর্তি উপলক্ষে দশ লাখ পিস স্মারক নোট প্রকাশ করছে বাংলাদেশ ব্যাংক।


ভাষা আন্দোলনের ৬০ বৎসর পূর্তি উপলক্ষে দশ লাখ পিস স্মারক নোট প্রকাশ করছে বাংলাদেশ ব্যাংক।
আগামী ১৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ ব্যাংকের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে এ স্মারক নোট অবমুক্ত করবেন বিশিষ্ট চিত্রশিল্পী মুর্তজা বশীর।
বাংলাদেশ ব্যাংক সূত্রে এ কথা জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান স্বাক্ষরিত ১৩০ মিমি × ৬০মিমি পরিমাপের এ স্মারক নোটের এক পিঠে ডানে ওপরের দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতিকৃতি এবং প্রতিকৃতির নিচে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ এ পঙক্তিমালা লেখা রয়েছে। নোটের একই পিঠে বাম দিকের নিচে কর্নারে ‘ভাষা আন্দালনের ৬০ বছর’ এবং ওপরের দিকে ‘বাংলাদেশ ব্যাংক’ মুদ্রিত রয়েছে।
স্মারক নোটের অপর পিঠের মাঝ বরাবর ‘৫২-এর প্রথম শহীদ মিনারের ছবি এবং ছবির দুই পাশে পাঁচজন ভাষা শহীদের নামসহ প্রতিকৃতি রয়েছে। প্রতিকৃতির উপরে ‘সিক্সটি ইয়ারস অব ল্যাঙ্গুলেজ মুভমেন্ট ১৯৫২-২০১২’, নিচে ইংরেজিতে ‘বাংলাদেশ ব্যাংক’ ও ডানদিকে আড়াআড়িভাবে কমেমরেটিভ নোট’ মুদ্রিত রয়েছে।
সাধারণভাবে প্রতিটি স্মারক নোটের বিনিময় মূল্য ৬০ টাকা, তবে ফোল্ডার ও খামসহ প্রতিটি স্মারক নোটের মূল্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ ব্যাংকের সব শাখা অফিস এবং বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা থেকে নগদ মূল্যে এ স্মারক নোট সংগ্রহ করা যাবে বলে বাংলাদেশ ব্যাংক জানায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ