শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০১২

শিক্ষাঙ্গনে একের পর এক লাশ পড়ার পরও সফল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কি করে নীরব থাকেন

বর্তমান শেখ হাসিনার সরকারের সফল মন্ত্রীদের নাম বলতে গেলে সবাই নুরুল ইসলাম নাহিদ, মতিয়া চৌধুরী এদের কথা বলেন। প্রাথমিক শিক্ষায় পাবলিক পরীক্ষা চালু করে , সেগুলো সময়মত নিয়ে সরকার প্রশংসা পেয়েছে। প্রাথমিক শিক্ষার জন্য আলাদা একজন মন্ত্রী আছেন। 
স্কুল কলেজ ঠিকমত চলছে বলে সবাই শিক্ষামন্ত্রীর প্রশংসা করেন। তাহলে নুরুল ইসলামের নাহিদের দায়িত্ব কি শুধু স্কুল কলেজে সীমাবদ্ধ। তাহলে বিশ্ববিদ্যালয়গুলো কি অভিভাবক বিহীন। সেগুলো কি ছাত্রলীগের কাছে ইজারা দেয়া হয়েছে। 
পাবলিক বিশ্ববিদ্যালয়ে সরকার প্রচুর টাকা দিয়ে থাকে। এগুলো সরকারের কোন মন্ত্রী, আমলা বা কোন বিশ্ববিদ্যালয়ে ভিসির বাড়ী থেকে দেয়া হয়না। এই টাকাগুলো জনগণের ট্যাক্সের টাকা। জনগণের টাকা পাবলিক বিশ্ববিদ্যালয়ে দেয়া হয় যাতে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের সন্তানরা উচ্চশিক্ষা লাভ করে মা বাবার আশা পূরণ করতে পারে। এখন দেখা যাচ্ছে গরীব মা বাবারা তাদের একটি সন্তানকে বছরের পর বছর অনেক কষ্ট করে লালন পালন করার পর উচ্চশিক্ষার জন্য পাঠিয়ে কিছুদিন পরে সন্তানের লাশ পাচ্ছে। যেসব বিশ্ববিদ্যালয়ে শিবির নেই সেখানেও ছাত্রলীগ নিজেরা মারামারি করে লাশ পড়ছে। 

আমাদের সফল শিক্ষামন্ত্রী নীরব। 
আমাদের শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রী যতই নিজেদের সফল মনে করুন না কেন, যারা বিশ্ববিদ্যালয়ে তাদের প্রাণপ্রিয় সন্তানদের পাঠিয়ে লাশ ফেরত পাচ্ছে, তাদেরকে বিদ্যুত দিয়ে , সেতু দিয়ে , উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েও তাদের মনে এতটুকু শান্তি দিতে পারবেন না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ