শুক্রবার, ২৩ মার্চ, ২০১২

কুমিরের মাংস বিক্রি


আমি আমার ভিসা নিয়ে চিন্তিত। বাবা বাংলাদেশ থেকে টাকা পাঠিয়েছেন কিনা জানার জন্য ব্যাংকের দিকে দৌড়াচ্ছি , এর মাঝে আমি আমার ক্যাম্পাস ছেড়ে বাহির হলাম, বাহির হয়ে আমাদের ইউনিভার্সিটির পেছনের রাস্তা ধরে হেটেঁ যাচ্ছি এমন সময় রাস্তার পাশে দেখি কুমিরের মত মাথা এবং সাথে কুমিরের চামড়ার মত দেখতে কি যেন একটা। পরে কাছে গিয়ে দেখি কুমিরের মাংস বিক্রি করছে চায়নিজ বিক্রেতা। আমি হতবাক হয়ে অনেকক্ষণ চেয়ে থাকলাম আর ভাবছিলাম যে কিছু বাকি রাখল না চায়নিজরা। আমার কাছে জিনিসটা খুব আশ্চর্য লেগেছে কারন কুমিরের মাংস রাস্তায় বিক্রি, যে কুমির সংরক্ষন করার জন্য চারদিকে মানুষ উঠেপড়ে লেগেছে সেখানে কুমিরের মাংস বিক্রি হচ্ছে। তারপর পকেট থেকে মোবাইল নিয়ে মোবাইল ক্যামেরা দিয়ে ছবিটা তুললাম । ঘটনাটি ঘটেছে গোয়াংজোর থংহা তে। শুনেছি বহুবার যে, এদের মাও সেতুং নাকি মানুষের মাংস খেয়েছে কোন যুদ্ধের সময় কিন্তু কুমির খেতে শুনি নাই কখনও। ছবিটি তোলার সময় বিক্রেতা কুমিরের মাথা ধরে বলল এই নাও তোমাকে বিনামূল্যে দিয়ে দিলাম, আমার বেশি সময় ছিল না কারন ব্যাংক আবার বন্ধ হয়ে যাবে তাই হেসে হেসে তাকে বললাম সত্যি নাকি, থাক তোমার কাছেই রেখে দাও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ