বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১২

ল্যাপটপ ব্যাবহার করেন?দুর্ঘটনা ঘটার আগেই দেখে রাখুন,নিজেকে নিরাপদ রাখুন…

আমাদের অনেকেরই  ল্যাপটপ আছে। আমি অনেক কেই দেখি বিছানার উপর বা কম্বলের নিচে শুয়ে বসে ল্যাপটপ চালান !দেখবেন খেয়াল করে ল্যাপটপ অনেক গরম হয়ে যায়।যাদের এরকম অভ্যাস তাদের কে সাবধান করছি , এমন বিপদ এর সম্মুখীন হওয়ার আগে সাবধান হয়ে যান । পোস্ট টি শেয়ার করে অন্যদেরকে সাবধান করে দিন :)
আমাদের মতই এরকম অভ্যাস ছিল এক ছেলেটির।এই পরিবার তাদের ২৫ বছরের একমাত্র সন্তান কে অকালেই হারালেন !
তাদের এক মাত্র ছেলে এম বি এ কমপ্লিট করে বাড়ি ফিরে এসেছে , বুড়ো বাবা মহা খুশি , একসাথে নাস্তা করল , ছেলে বলল '' বাবা আমি হোস্টেল এ যেয়ে আমার বাকি জিনিষ নিয়ে আসি ''
বাবা বললেনঃ তোমার মা বাজারে গিয়েছে , তার সাথে দেখা করে তার পর যেয়ো ,
আমিও একটু বাহিরে যাব , তুমি বাসায় থাক ,''
এই বলে বাবাও চলে গেলেন ,
ঘণ্টা খানেক পর মা বাবা যখন বাসায় ফিরলেন , দেখলেন তাদের ঘরের সামনে দমকল বাহিনি , আগুন নিভাচ্ছে , পাশে আম্বুলান্স এ তাদের ছেলের লাশ !
প্রতিবেশীরা জানাল , হটাৎ আগুন দেখে আমরা ৯১১ এ ফোন করেছি ,
দমকল বাহিনি প্রধান জানাল , আপনার ছেলে ল্যাপটপ অন করে গসল করতে গিয়েছিল , ল্যাপটপ ছিল বিছানার উপরে ,বিছানার উপর থাকার কারণে গরম বাতাস বের না হতে পেরে চাদর গরম হয় ও এক পর্যায়ে আগুন ধরে যায় ! ''
এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কি জন্য এই রি-পোস্ট।
সেই আগুনে পোড়া ল্যাপটপ...
কিন্তু এখন তোহ বলতে পারেন,"নাহ!যত যাই ঘটুক এ জীবন থাকতে ল্যাপটপ ল্যাপ(কোল) ছাড়া করুম নাহ...:পি"
আমার মাথায় আপাতত কয়েকটা উপায়/idea এসেছে এ বিপদ থেকে বাঁচবার...
১.ল্যাপটপ কুলার ব্যাবহার করুন,বিছানায় রাখলে অবশ্যই-যে কোন কম্পিউটার বিক্রি করে এমন দোকানে পাবেন।মার্কেট price-২০০০-৩০০০ টাকা খুব সম্ভবত।এর বেশিও হতে পারে।
২.কুলার না থাকলে ল্যাপটপ এর পেছনের অংশের নিচে কোন খাতা বা বই রেখে পিছনের অংশটা উচু করে দিন যেন ল্যাপটপ এর built in fan ঠিকমত কাজ করে ল্যাপটপটা ঠান্ডা রাখতে পারে-এইটা আমার আব্বুর কাছ থেকে শেখা।
৩.লক্ষ্য রাখবেন,কখনই যেন ল্যাপটপ ও যেখানে রাখবেন সেই তলটি একেবারে মিশে না যায়।
৪.ভুলেও কোন প্লাস্টিক এর কাভার যেন এর নিচে না থাকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ