মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১২

গাছ কাটায় কারাদণ্ড দু’জনের


ভোলা বন বিভাগের গাছ কেটে বিক্রির অভিযোগে দুই যুবককে দেড় বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। ২৭মার্চ মঙ্গলবার বিকেল ৩টায় ভোলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহাবুব আলম সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন-জেলার তজুমদ্দিন উপজেলার রায়নাপুর গ্রামের আহম্মেদ উল­াহ মাঝির ছেলে ইব্রাহিম (২৫) ও একই এলাকার কাজল মাঝির ছেলে হানিফ মাঝি (৩০)। তারা দু’জনই বর্তমানে পলাতক রয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০২ সালে ওই দুই যুবক ভোলার বনাঞ্চল থেকে বেশ কয়েকটি কেওড়া গাছ কেটে ইটভাটায় বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ভোলা খেয়াঘাট এলাকা থেকে তাদের ধাওয়া করা হলে তারা পালিয়ে যান। পরে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা কেএম এনামুল বাদী হয়ে বন সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানী শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার বিকেলে এ রায় দেওয়া হয়। মামলাটি পরিচালনা করেন বন বিভাগের সহকারী বন পরিচালক মনসুর আলম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ